Category:থ্রিলার
ডিভোর্সের ঠিক আগে খুন হয়ে গেল ইয়োশিতাকা। আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়েছে তাকে। সন্দেহের তীর সোজা চলে গেল তার স্ত্রী- আয়ানে'র বরাবর। সমস্যা হলো খুনের সময় আয়ানে ছিলো শ'খানেক মাইল দূরে। তদন্তের দায়িত্ব পাওয়া ডিটেকটিভ কুসানাগি ধরেই নিলো বেচারিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। তবে কুসানাগির সহকারী কাউরো উতসুমি এত সহজে পটলো না। তবে উতসুমির ইন্দ্রিয় বলছে এক কথা, তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে আরেক। ধন্দে পড়ে সাহায্যের জন্য সে ছুটে গেলো ডিটেকটিভ গ্যালিলিও ওরফে প্রফেসর মানাবু ইউকাওয়ার কাছে। তবে তীক্ষ্মধী ড. ইউকাওয়া নিজেও মস্তিষ্কের ধূসর কোষগুলোকে খাটিয়েও কোনো সুরাহা করতে পারছেন না খুনের।
এদিকে দ্রুত ফুরিয়ে আসছে সময়। ধরা কি পড়বে না তাহলে সেই ঠাণ্ডা মাথার খুনি?
তুমুল জনপ্রিয় থ্রিলার লেখক কেইগো হিগাশিনোর আরও একটা মাস্টারস্ট্রোক 'স্যালভেশন অফ আ সেইন্ট।' যার শেষটা পড়ে একাধারে অবাক হবেন, মুগ্ধ হবেন, বিস্মিতও হবেন ভেবে- এভাবেও কি নিখুঁত অপরাধ ঘটানো যায়?
Report incorrect information