জুমার বয়ার ও ধর্মিয় আলোচনার দালিলিক ও সুবিন্যস্ত তথ্য-উপাত্ত সমৃদ্ধ, সাড়া জাগানো গ্রন্থ মিম্বরের গয়গাম। ইতি মধ্যে মূল্যবান গ্রন্থটি দুই খণ্ডের বিশাল কলেবরে পাঠকের সামনে এসেছে। বইটি প্রকাশের পর পাঠক মহলে ব্যপাক সাড়া পড়েছে। প্রকাশের মাত্র পাচঁদিনের মাথায় প্রথম মুদ্রন শেষ হয়ে যায়।
মিম্বরের পগয়গাম উভয় খন্ডের সংক্ষিপ্ত পরিচিতি।
'মিম্বরের পয়গাম-১' আরবি মাসভিত্তিক সারা বছরের বয়ানের অনন্য একটি সংকলন। এতে প্রতিটি মাস এবং ওই মাস সংশ্লিষ্ট নানা বিষয়ে ৪৭টি বয়ান জমা করা হয়েছে।
'মিম্বরের পয়গাম-২' বিষয়ভিত্তিক বয়ানের অনবদ্য একটি জখিরা। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে বছরে যে বিষয়গুলোর আমরা মুখোমুখি হই এমন প্রায় প্রতিটি বিষয়ই জমা করার চেষ্টা করা হয়েছে। যেমন, দাওয়াত ও তাবলিগ, ইজতেমা, শীত,গরম, দেশি ও আন্তর্জাতিক অনেকগুলো দিবস, অমুসলিমদের পূজা পার্বণ, বন্যা পরিস্থিতি, ভোট, নির্বাচন, জি/হা/দ, খেলাফত, গণতন্ত্রের স্বরুপ উন্মোচনসহ ইসলামি চেতনা বিষয়ক ১৬টি বয়ান সাজানো হয়েছে।তাছাড়া ইমান-আকিদা, নামাজ, রোজা, হজ, জাকাত বিষয়ে বিস্তর আলোচনা এসেছে।
এছাড়াও খতমে নবুওত,নারীর অধিকার, ট্রান্সজেন্ডারবাদ,তাওবা-ইস্তেগফার, দোয়া, অংহকার, হালাল রিজিক,সুদ-ঘুসের ভয়াবহতা,পিতা-মাতার হক, সন্তান প্রতিপালনসহ জীবন ঘনিষ্ঠ অনেকগুলো আলোচনা এতে স্থান পেয়েছে। সবমিলিয়ে দ্বিতীয় খণ্ডে রয়েছে ৪৮টি আলোচনা ।
মিম্বরের পয়গামের কিছু বৈশিষ্ট্য :
*প্রতিটি বয়ানে সৃজনশীলতা ও নতুনত্বের ছোয়া
*ইলমিভাবে জটিল-কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন
* প্রতিটি বিষয়ে যথেষ্ট পরিমাণ নুসুস (কুরআনের আয়াত ও হাদিস) সংযোজন
* হাদিসের মান নির্ধারণ
*শুদ্ধা-শুদ্ধির প্রতি পূর্ণ লক্ষ রেখে প্রচলিত বানোয়াট বিষয়াদি বর্জন
*প্রতিটি আলোচনার শেষে ‘একনজরে আজকের বয়ান’ শিরোনামে অল্প কথায় পূর্ণ আলোচনার সার-সংক্ষেপ উল্লেখ করা হয়েছে যা পূর্ণ বয়ানকে সহজেই স্মরণে এনে দেয়।
*আদাবুল খাতিব শিরোনামে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ও নির্দেশনা যুক্ত করা হয়েছে যা আলোচক ও খতিবদের জন্য খবই উপকারী হবে।
*দুই ঈদ, জুমার দ্বীতিয় খুতবাসহ নির্বাচিত অনেকগুলো আরবি খুতবা
*‘মিম্বারের পয়াগাম’-এর অন্যতম একটি সুন্দর দিক হলো, এর প্রথম খণ্ডে রয়েছে নবি জীবনের বিশদ বিবরণ। রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে নবি জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। নবিজির দুনিয়ায় আগমনপূর্ব জাহেলি যুগ থেকে নিয়ে নবিজির ওয়াফাত পর্যন্ত দশ পর্বে নবিজির সীরাত আলোচিত হয়েছে।
*ইসলামের মৌলপাঁচ রুকনগুলো বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। যেমন, সাত পর্বে ইমান-আকিদা, ছয় পর্বে সালাত, দশ পর্বে হজ ও নয় পর্বে রোজা ও জাকাত বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
‘বইটি খতিব সাহেবদের জন্য জুমার আলোচনায়, ওয়াজিনে কেরামের মাহফিলের বয়ানে,শিক্ষার্থীদের সেমিনার-সিম্পোজিয়ামে বক্তৃতার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তাছাড়া সকল মুসলিম নারী-পুরুষ এখান থেকে বারো মাসের করণীয় আমল ও দীনি অন্যান্য বিষয় সহজেই জেনে নিতে পারবেন’।