তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তরে তালা রয়েছে। (৪৭:২৪,৪:৮২)
সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সেই মহান স্রষ্টার প্রতি যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, তাঁর প্রতিনিধি নির্বাচন করে আশরাফুল মাখলুকাতের উচ্চ মর্যাদা দান করেছেন। যাঁর কাছে প্রত্যাবর্তন ছাড়া আমাদের কোন মঞ্জিল নেই। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ (সা.) এর প্রতি যিনি আল কুরআনের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিয়ে আমাদের চিন্তা ও বিশ্বাসে পরিশুদ্ধি এনে দিয়েছেন।
উদ্ধৃত আয়াতের পরিপ্রেক্ষিতে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা কিছু লেখার তাগিদ দীর্ঘদিন যাবৎ অনুভব করে আসছিলাম। রাসূল (সা.) এর অমিয় বাণী ৪০টি হাদিসের একটি সংকলন ছোটবেলায় পড়ার সুযোগ পেয়েছিলাম। সেই ধারণাকে লালন করে কুরআনুল কারিমের ৪০টি পরিভাষার একটি সংকলন বের করতে মনস্থ করি। পবিত্র কুরআনুল কারিমের মৌলিক পরিভাষা নামকরণে পুস্তকটি প্রকাশিত করতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রচলিত ধারার বাইরে অন্তরের অনুভব থেকেই লেখার প্রেরণা লাভ করেছি। শুভানুধ্যায়ীদের নিরবচ্ছিন্ন উৎসাহ ও সুচিন্তিত মতামত পুস্তিকাটির বক্তব্যে নতুন মাত্রা যুক্ত করেছে। খ্যাতিমান লেখক জনাব মোস্তাক আহ্মাদ বইটির সম্পাদনার দায়িত্ব পালন করায় তাঁর প্রতি সানন্দচিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কুরআনুল কারীমের অসংখ্য পরিভাষা থেকে মাত্র ৪০টি নির্বাচিত পরিভাষা নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। অত্র বইয়ে তাফসিরের ইতিবৃত্ত নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করা হয়েছে। স্বর্ণ যুগের বিখ্যাত ৪টি আর সমসাময়িক কালের ৪টি তাফসির অধিকন্তু বাংলা ভাষায় প্রথম অনূদিত কুরআনের প্রণেতা ভাই গিরিশ চন্দ্র সেনের প্রসঙ্গ সংক্ষিপ্তাকারে আলোচনা করা হয়েছে। এ ক্ষেত্রে আল কুরআনুল কারীম, দি নোবেল কুরআন, মাআরেফুল কুরআন, আল কুরআনুল মজিদসহ প্রচলিত তাফসির এবং ইসলামিক সাহিত্যের সহায়তা নেয়া হয়েছে। বইটিতে যে কোন ত্রুটি ধরা পড়লে তা অবহিত করতে অনুরোধ রইল যেন পরবর্তী সংস্করণে সংশোধিত ও পরিমার্জিত আকারে মুদ্রণে সুযোগ পেতে পারি।
দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এ প্রকাশনার জন্য আমার সহধর্মিনী আমেনা বেগম আমার জীবনে যাঁর উপস্থিতি আমার চলার পথকে সহজ ও সুন্দর করে তুলছে, তাঁর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি এ প্রকাশনা বাস্তবে সম্ভব করে তোলার জন্য সাংসারিক জীবনের কঠিন দায়িত্ব পালনের মধ্যেও আমাকে সাহস আর সহযোগিতা যুগিয়েছেন সহাস্য বদনে। কৃতজ্ঞতার সঙ্গে তাঁর প্রতি আমার গভীর আস্থা ও ভালোবাসার কথা আরেকবার স্মরণ করছি। পুত্র জিসান ইব্রাহীমের কারিগরি সহায়তা এবং কন্যা জেরিন তাসনিমের কুরআনের প্রতি গভীর অনুরাগের কথা আনন্দ ও তৃপ্তি নিয়ে স্মরণ করছি।
আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং সক্ষমতাকে আরো বাড়িয়ে দিন। আমিন।
Title
কুরআনুল কারিমের মৌলিক পরিভাষা (৪০ টি ইউনিক ম্যাসেজ)