কবি মুহাম্মদ আরাজ মিয়ার নতুন বই সময়ের ধ্বনি। কবিতা কখনো শুধু কল্পনার খেলা নয়, বরং সময়ের ইতিহাস, হৃদয়ের স্পন্দন ও সমাজের প্রতিবাদও বটে। প্রবাসে থেকেও লেখক বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধরে রেখেছেন। বয়সের ভার সত্ত্বেও তাঁর কলম এখনো দীপ্ত, প্রখর ও সত্যনিষ্ঠ।
“সময়ের ধ্বনি” কাব্যগ্রন্থে যেমন ইসলামী চেতনার নির্মল আলো রয়েছে, তেমনি আছে প্রাকৃতিক সৌন্দর্যের মায়াবী রূপকল্প, আবার সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কবির দৃপ্ত উচ্চারণ। প্রতিটি কবিতায় একদিকে হৃদয়ের স্পর্শ, অন্যদিকে পাঠকের চেতনায় নাড়া দেওয়ার শক্তি। এ এক অভূতপূর্ব সম্মিলন।
তাঁর আগের ছয়টি কাব্যগ্রন্থও পাঠকমহলে প্রশংসিত হয়েছে। নতুন এই গ্রন্থ নিঃসন্দেহে পাঠককে দেবে ভিন্ন স্বাদ ও গভীর ভাবনা।
Report incorrect information