আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বিংশ শতাব্দী অনেক কারনেই মানবজাতির কাছে গুরুত্বপূর্ণ। প্রায়
সকল প্রধান বৈজ্ঞানিক আবিস্কারগুলি এ শতাব্দীরই অবদান।
বৈদ্যুতিক শক্তির ব্যবহার, বিমান, রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক
স্থল ও জলযান, চলচ্চিত্র, আণবিক শক্তি, কম্পিউটার, মহাশূন্যযান,
চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উনড়বতি এসবই এ শতাব্দীর অবদান।
অতীতের যে কোন কালের চেয়ে মানুষ এগিয়েছে শত শত গুন বেশি।
আবার সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনাও ঘটেছে এ শতাব্দীতে। দু দুটো মহাযুদ্ধ
সারা পৃথিবীকে তছনছ করে দিয়ে গেছে। তবে এই ধ্বংসযজ্ঞের মধ্যেও
মানুষ লক্ষ্য করেছে মানুষের মুক্তির পথ। বহুজাতি খুঁজে নিয়েছে তার
আপন ঠিকানা।
মহাযুদ্ধ দুটি শতাব্দীর প্রমার্ধে ঘটেছিল। এছাড়া এ শতাব্দীর অন্যতম
অবদান সমাজতান্ত্রিক বিপ্লব। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় এবং মাও
সে-তুঙ এর নেতৃত্বে চীনে দুটি বড় রকমের সফল সমাজতান্ত্রিক বিপ্লব
পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক ও ভৌগলিক চেহারাই পাল্টে দেয়। শেষ
পর্যন্ত কিউবাসহ ১৪টি দেশে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়।
আবার এ শতাব্দীর শেষ দিকে ৮০’র দশকের পরে সমাজতান্ত্রিক দেশগুলি
বিপর্যয় অথবা পরিবর্তনের মুখে পড়ে। লিওনিদ ব্রেজনেভের পর রাশিয়া
বাংলাদেশের অভ্যূদয় ক্স ৮
বহু দেশে বিভক্ত হয়। চীন বিপ্লবের কর্ণধার মাও সেতুঙ এর মৃত্যুর পর
চীনও সমাজতান্ত্রিক পথ থেকে অনেকটা সরে আসে। যদিও অদ্যাবধি
বিশ্বব্যাপী অনুনড়বত ও অর্ধ উনড়বত দেশের অনেক রাজনীতিবিদ ও তরুন
সমাজ সমাজতান্ত্রিক ধ্যান ধারনায় প্রভাবিত আছেন।
Report incorrect information