মুহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশের একজন ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার । তিনি ইংরেজি সাহিত্যে এমএ এবং নরওয়ের বৃত্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশনে এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার প্রথম উপন্যাস নিশাচর আবেদ আলী' ২০০১ সালে অনুর্ধ্ব ৩০ বর্ষসেরা লেখক হিসেবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী সাহিত্য পুরস্কার পায়। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনার মাধ্যমে মুহাম্মদ মহিউদ্দিনের লেখালেখি জগতে প্রবেশ । বাংলাদেশের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব আব্দুলাহ আল-মামুন ও মুহাম্মদ মহিউদ্দিনের যৌথ রচনায় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিক ও খণ্ডনাটক প্রচারিত হয়েছে। দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে তার লেখা গল্প ও উপন্যাস ।। তিনি আন্তর্জাতিক লেখক সংগঠন 'পেন'-এর বাংলাদেশ শাখার বর্তমান সাধারণ সম্পাদক। তিনি বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার'-এর সম্পাদক ।। মুহাম্মদ মহিউদ্দিনের অন্যান্য প্রকাশিত গ্রন্থ ও প্রকাশক নিশাচর আবেদ আলী (জ্ঞানকোষ প্রকাশনী)। নিশাচরের দিবাযাত্রা (জ্ঞানকোষ প্রকাশনী) মরীচিকা (অনন্যা) ছারপােকা (অ্যাডর্ন)। লাশকাটা ঘর (অ্যাডর্ন) 'দশচক্রে ভগবান ভূত (ইত্যাদি গ্রন্থ প্রকাশ) জেলকন্যার ডায়েরি (অনন্যা) মেইল ট্রেনে আবেদ আলী (দি ইউনিভার্সেল একাডেমী)। বরেণ্য লেখকদের প্রথম বই প্রকাশের গল্প (গল্পকার)। বাবা আছে বাবা নেই (বেহুলা বাংলা)
Report incorrect information