বদরুদ্দীন উমর রচনাবলী খণ্ড ১২তে ৩টি গ্রন্থ সংকলিত হয়েছে Ñ সাম্রাজ্যবাদের নোতুন বিশ্বব্যবস্থা (ফেব্রুয়ারী ১৯৯৫), সামরিক শাসন ও বাঙলাদেশের রাজনীতি (ফেব্রুয়ারী ১৯৯৫) এবং আমাদের সময়কার জীবন (মার্চ ১৯৯৬)।
সাম্রাজ্যবাদের নোতুন বিশ্বব্যবস্থা (ফেব্রুয়ারী ১৯৯৫) গ্রন্থে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক নামে পরিচিত রাষ্ট্রগুলোর বিলুপ্তির পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ কর্তৃক ঘোষিত ‘নোতুন বিশ্বব্যবস্থার’ কথা বলা হয়েছে। এ সম্পর্কে উমর লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের এই “নোতুন বিশ্বব্যবস্থার” ঘোষণা যে প্রকৃতপক্ষে সারা বিশ্বের নিপীড়িত জনগণের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা এবং পশ্চাৎপদ, অনুন্নত ও নির্ভরশীল দেশগুলির ওপর তাদের অপ্রতিরোধ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক ব্যবস্থা Ñ এটা এখন আর কারও অজানা নয়। “নিজের জন্য এক নীতি, অন্যের জন্য অন্য নীতি” এই “গণতান্ত্রিক আদর্শের” উপর ভিত্তি করে সাম্রাজ্যবাদী শিবিরের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেশে দেশে তার “নোতুন বিশ্বব্যবস্থা” পরিচালনা করছে তারই কিছু উদাহরণ এই প্রবন্ধগুলির মাধ্যমে উপস্থিত করা হয়েছে।’ (বদরুদ্দীন উমর রচনাবলী খণ্ড ১২, পৃ ১৩)
সামরিক শাসন ও বাঙলাদেশের রাজনীতি (ফেব্রুয়ারী ১৯৯৫) গ্রন্থে বিশ্ব সাম্রাজ্যবাদের সংকট এবং দেশীয় পরিস্থিতির সংকটের কারণে বাঙলাদেশের মতো তথাকথিত উন্নয়নশীল দেশগুলিতে কীভাবে সামরিক শাসনের অবসান ঘটে তার আলোকে বাঙলাদেশের বিদ্যমান বাস্তব পরিস্থিতি ও রাজনৈতিক ক্রমবিকাশের ধারা ও ঘটনাবলী বিশ্লেষণ করা হয়েছে।
আমাদের সময়কার জীবন (মার্চ ১৯৯৬) গ্রন্থটি তৃতীয় বর্ধিত সংস্করণ (প্রকাশকাল ফেব্রয়ারী ২০২৭) মোতাবেক প্রকাশ করা হলো। এতে ৭১ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে রচনা সংকলিত হয়েছে। তবে যাঁদের নিয়ে লেখা হয়েছে তাঁরা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সমাজে তাদের নানামুখী গুরুত্ব রয়েছে। কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো Ñ ফজলুল হক, মওলানা ভাসানী, শামসুল হক, ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ মুজিবুর রহমান, জাহানারা ইমাম, সুখেন্দু দস্তিদার, আবদুল হক, মোহাম্মদ তোয়াহা, আসহাবউদ্দীন আহমদ, ডক্টর মুহাম্মদ মূর্তজা, সাইদুল হাসান, মোহাম্মদ আমানুল্লাহ, শান্তি সেন, অরুণা সেন, কাসেদ আলী, সইফ-উদ-দাহার, পিয়ারু সরদার, ননী দত্ত, ইলা মিত্র, কাজী নূরুজ্জামান, মমতাজ বেগম, আবদুল মতিন, সুনীতি কুমার ঘোষ, ডাক্তার টি আলী, বিনয় ঘোষ, গোবিন্দ চন্দ্র দেব, অজিতকুমার গুহ, আরজ আলী মাতুব্বর, সিরাজুদ্দীন হোসেন, তাসাদ্দুক আহমদ, আহমদ শরীফ, আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদ নূরুল হুদা, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অজিত নারায়ণ বসু, দীপংকর চক্রবর্তী, প্রাণেশ সমাদ্দার, সৈয়দ ইশতিয়াক আহমদ, হবিবুর রহমান শেলী, হেমাঙ্গ বিশ্বাস, আবদুর রাজ্জাক, নূরজাহান মুরশিদ, সালাহউদ্দীন আহমদ, জিল্লুর রহমান সিদ্দিকী, সরদার ফজলুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, শামসুর রাহমান, রেবতী মোহন বর্মণ, ডাক্তার এম আর খান, ঝধসধৎ ঝবহ, আমার মা প্রমুখ।
- আফজালুল বাসার