Category:প্রসঙ্গ বাংলাদেশ
যুদ্ধ থেকে ফেরা এক সৈনিক, কাঁধে রাইফেল, চোখে বিজয়ের দীপ্তি। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক কৃষক, হাতে তার সদ্য ফলানো ধানের একটি শীষ। এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে হাসছেন। এই দৃশ্যগুলো যেন তখন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সময়ে, যখন দেশটা সবে মাত্র উঠে দাঁড়াতে শিখছে, তখনো মানুষের কাছে বিনোদনের বা তথ্য পাওয়ার মাধ্যম ছিল খুবই সীমিত। টেলিভিশন তখনও সবার ঘরে পৌঁছায়নি, মোবাইল ফোন বা ইন্টারনেট তো ছিলই না। তাই সংবাদপত্র ছিল তখন কেবল খবর জানার মাধ্যম নয়, বরং জাতির ডায়েরি। আর সেই ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল এক নতুন দেশের জন্মকথা, তার স্বপ্ন, তার লড়াই এবং তার বেড়ে ওঠার গল্প।
এই ‘বিজ্ঞাপনচিত্রে বাংলাদেশ’ বইটি সেই ডায়েরির একটি অংশ। এখানে সংকলিত হয়েছে ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৫ সালের বিভিন্ন সংবাদপত্র ও বিশেষ সংখ্যায় প্রকাশিত পাঁচশর মতো দেশাত্মবোধক বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো নিছক কোনো পণ্যের প্রচার ছিল না, বরং সেগুলো ছিল আমাদের ইতিহাসের এক অমূল্য দলিল, এক জীবন্ত কাব্য। এগুলোতে কেবল বিজ্ঞাপনদাতার নাম বা পণ্যের গুণাগুণই ছিল না, ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের আত্মার প্রতিচ্ছবি। চলুন, সেই সময়ের পাতায় ফিরে যাই এবং দেখি কীভাবে বিজ্ঞাপনগুলো কেবল বাণিজ্য নয়, বরং শিল্প, সাহিত্য ও দেশপ্রেমের বাহক হয়ে উঠেছিল।
Report incorrect information