আমাদের তৃষিত দগ্ধ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহারা। জীবন মরুর আবে জমজম। রাসূলের সিরাতের সারি সারি বই, তবুও পাঠকের সাধ হয় নবিজীবনের একটা সহজ কিন্তু পূর্ণরূপ ভাসুক চোখে-মনে। যেন চোখ বুজলেই একটু ছুঁয়ে দেখা যায় মক্কার অলিগলি হতে শুরু করে মদিনার সবুজ গম্বুজ। এই বইটা তেমনই এক প্রচেষ্টা।
সহজ কবিতায় সিরাতকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এই বইয়ে। কিশোর থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য একই সাথে দুটি প্রাপ্তি ঘটবেÑএক বাক্যে বললে, সংক্ষিপ্ত সময়ের জার্নিতে কবিতার স্বাদসহ সিরাতের গন্তব্যে পৌঁছা। রাসূলের সিরাতের কাব্যরূপ বাজারে প্রতিষ্ঠিত লেখকদেরও আছে। আছে ব্যতিক্রম প্রচেষ্টাও। কিন্তু সেসব সহজ- সাবলীল ও সম্ভবত পূর্ণাঙ্গ নয় কোনোটিই। রাসূলের জীবন বর্ণনার এই ক্লান্তিহীন সরু আইল ধরে পাঠক হৃদয়ে দোলা দিতে থাকুক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Report incorrect information