শৈশব আর কৈশোর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এবং নিজের সমাজ কাঠামো থেকে অনেক দূরে অস্ট্রেলিয়াতে অবস্থান করার কারণে লেখিকা তাঁর প্রতিটি গল্পকে পরম মমতায় শিল্পীর তুলির আঁচড়ে ছবির মতো বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের সমাজে ৭০ এবং ৮০'র দশকে বেড়ে ওঠা একজন কিশোরী কি বিপুল আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস আর আত্মমর্যাদায় নিজেকে ক্রমাগত এগিয়ে নিয়েছেন তার একটি বাস্তব চিত্রায়নসহ দেশ-বিদেশের বিভিন্ন মানুষের জীবনবোধ, সমাজ, খাদ্যাভ্যাস, ধর্ম-দর্শন ইত্যাদি বিষয়গুলো এ গ্রন্থের প্রতিটি গল্পে অত্যন্ত নিখুঁতভাবে শিল্পের দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত হয়েছে।
Report incorrect information