পৃথিবীতে যতো বিপর্যয় দেখা দেয়, যেমন : অনাবৃষ্টি, ঝড়-তুফান, দুর্ভিক্ষ, চাকরি, খাবার, সময় ইত্যাদিতে বরকত নষ্ট হওয়া—সবই গুনাহের কারণে। অনুর্বরতা, পানির লেয়ার নিচে নেমে যাওয়া, গাছপালা মরে যাওয়া, ফলফলাদি কমে যাওয়া, ফলফলাদিতে, গাছগাছালিতে বিভন্ন রোগ ও পোকামাকড় এসে বাসা বাঁধা, পানিতে ডুবে যাওয়া, বজ্রপাত হওয়া, ভূমিকম্প হওয়া—গুনাহই এসবের মূল কারণ।
যখনই নতুন কোনো গুনাহ সমাজে ছড়িয়ে পড়ে, তখনই আল্লাহ তাআলা নতুন কোনো বিপদ পৃথিবীবাসীর ওপর অবতীর্ণ করেন। এ জন্যই ওলামায়ে কেরাম বলেন, যখনই নতুন কোনো গুনাহ প্রকাশ পায়, তখনই আল্লাহ তাআলা বড়ো কোনো শাস্তি দিয়ে তাঁর রাজত্বের, ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান। আল্লাহ তাআলা শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করেন, সাবধান হয়ে যাও! গুনাহ থেকে এক্ষুনি ফিরে আসো! দ্রুত ইস্তিগফার করো! তাওবা করো!
প্রিয় পাঠক! গুনাহ আমাদের যে সব ক্ষতি ডেকে আনে, গুনাহ থেকে বাঁচার ও নফসকে প্রতিহত করার চমৎকার কৌশল, গুনাহ ত্যাগকারীর ফযীলত, যে মূলনীতিগুলোর আলোকে আপনি বুঝবেন এগুলো কবীরা গুনাহ, একশটি কবীরা গুনাহের তালিকাসহ যে সব আমলে গুনাহ মাফ হয় এবং জান্নাতে যাওয়া সহজ হয়—এসব বিষয় নিয়ে বইটিতে দালীলিক আলোচনা করা হয়েছে।
আমার বিশ্বাস, বইটি পড়লে যে কারও গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। গুনাহ থেকে যোজন যোজন দূরে থাকার চেষ্ট করবে। নেক আমালের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থেকে বেশি বেশি নেক আমল করার তাওফীক দিন। আমীন।