Category:রোমান্টিক উপন্যাস
✅ কাহিনি সংক্ষেপ: টোকিয়োর এক সরু গলির ভেতর লুকিয়ে আছে ‘তোরুনকা ক্যাফে’—একটা পাড়ার ছোট্ট আশ্রয়, যেখানে পথচারীদের মতোই নিয়মিত অতিথি হয় স্থানীয় বেড়ালরাও। এই ক্যাফের নিয়মিত মুখগুলোর মধ্যে আছে চিনাতসু ইউকিমুরা—রহস্যময় এক তরুণী, যে প্রতিবার যাওয়ার সময় টেবিলের ওপর রেখে যায় ব্যালেরিনার মতো ভাঁজ করা একটা ন্যাপকিন; হিরোইয়ুকি নুমাতা—মধ্যবয়সি এক মানুষ, যে বহু বছর পর পাড়ায় ফিরে এসেছে একসময় হারানো সুখের খোঁজে; আর শিজুকু—ক্যাফের মালিকের কিশোরী মেয়ে, যে বোনের মৃত্যুর পর প্রথম ভালোবাসার অভিজ্ঞতার সঙ্গে লড়াই করছে।
তোরুনকার কফির স্বাদ নিখুঁত, কিন্তু ক্যাফের আসল প্রাপ্তি কফির কাপে নয়; এখানকার মানুষদের ভেতরের ক্ষুধা মেটায় এক অদৃশ্য উষ্ণতা, যা কোনো মেনুতে লেখা থাকে না। সাতোশি ইয়াগিসাওয়া তার লেখায় হারিয়ে যাই আমরা...আবার খুঁজেও পাই নিজেকে।
Report incorrect information