Category:চিরায়ত উপন্যাস
"রায়নন্দিনী' বাংলা সাহিত্যের চিরায়ত উপন্যাসের অনন্য এক নিদর্শন। এই উপন্যাসে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজের এক স্বচ্ছ প্রতিচ্ছবি। ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটের গভীর অনুধাবনে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় রচিত অনবদ্য এক সৃষ্টি। উপন্যাসটিতে লেখক সৃষ্টি করেছেন সময়ের সাথে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ, মানুষের মনস্তত্ত্ব এবং ঐতিহাসিক ঘটনাসমূহের সঙ্গে গাঁথা একটি আবেগঘন কাহিনি।
‘রায়নন্দিনী’ উপন্যাসের মূল উপাদান সংগ্রহ করেছেন ইতিহাস থেকে। রচনা করেছেন বারো ভুঁইয়া নেতা ঈসা খাঁ ও রাজা কেদার রায়ের কন্যা স্বর্ণময়ীর প্রেম ও মিলন কাহিনি।
গল্পটি ঈসা খাঁ আর স্বর্ণময়ীর। ঈসা খাঁ জননী প্রতিমাপূজক কাফের কন্যাকে ঘরে এনে বংশ কলুষিত করার ঘোর বিরোধী। অন্যদিকে রাজা প্রতাপাদিত্য স্বর্ণময়ীকে বিয়ের প্রস্তাব দিয়ে হয়েছেন ব্যর্থ ও ক্ষীপ্ত; লিপ্ত হয়েছে অপহরণ করার মতো ঘৃণ্য কাজে।
ঘৃণা, যুদ্ধ আর ষড়যন্ত্রের চাদরে মোড়ানো এক ভালোবাসার গল্প।
কী আছে এই প্রেমিক যুগলের ভাগ্যে?
Report incorrect information