১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
মহান আল্লাহর অশেষ কৃপায় একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত কারিকুলাম অনুযায়ী প্রণীত তথ্য-যোগাযোগ প্রযুক্তি বইটি প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
একাদশ-দ্বাদশ সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয়টি বাধ্যতামূলক এবং সিলেবাসে পরিবর্তন এনে বিষয়টি যুগপোযোগী করা হয়েছে যা প্রশংসনীয় উদ্যোগ।
তথ্য প্রযুক্তির উজ্জ্বল সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নত বিশ্বের দেশগুলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ও সাফল্য অর্জন করছে।
প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে প্রযুক্তিতে।
তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার বিকল্প নেই।
একাদশ-দ্বাদশ শ্রেণির পরিবর্তিত এ সিলেবাসে যে সকল বিষয়ে জ্ঞান দেয়ার চেষ্টা করা হয়েছে তার অনেক কিছুই শিক্ষার্থীদের কাছে নতুন।
এ সকল বিষয় বিবেচনায় এনে বইটি রচনার ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ সহ ইন্টারনেট থেকে সংগৃহীত বিভিন্ন চিত্রের মাধ্যমে বিষয়বস্তু সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
একই সাথে শিক্ষাক্রমে উল্লিখিত বিষয়বস্তু, শিখনফল ও নির্দেশনার প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে।
আশা করি বইটি পাঠ করে শিক্ষার্থীরা সহজে পাঠ্য বিষয়বস্তু অনুধাবন করতে পারবে এবং তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে মূল্যায়নের ক্ষেত্রে সঠিক ভাবে উত্তর দিতে সক্ষম হবে ইনশাল্লাহ।
বইটি রচনার ক্ষেত্রে সাধ্যমত সতর্কতা অবলম্বন সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে প্রণয়ন করায় অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি থাকা স্বাভাবিক।
এই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ভবিষ্যতে বইটির মান উন্নয়নের ক্ষেত্রে সম্মানিত শিক্ষকমন্ডলী ও স্নেহের শিক্ষার্থীবৃন্দের যে কোন গঠন মূলক পরামর্শ সাদরে গৃহীত হবে।
বইটি প্রকাশনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।
সর্বশেষে যে সকল কোমলমতি শিক্ষার্থীদের জন্য বইটি রচিত হয়েছে তারা যদি প্রকৃত পক্ষে উপকৃত হয় তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
Title
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) - একাদশ-দ্বাদশ শ্রেণি