পুতিন পশ্চিমা বিশ্বে এক ত্রাসের নাম। যার নাম শুনলে বিশ্বনেতাদের কাঁপুনি ধরে যায়। পুতিন আর রাশিয়া। রাশিয়া আর পুতিন। দুইটা ভিন্ন শব্দ কিন্তু শব্দ দুটি এক সুত্রে গাঁথা। পুতিন ছাড়া রাশিয়া অচল। রাশিয়া ছাড়া পুতিন অচল। একটা বিধ্বস্ত সাম্রাজ্যকে তারই এক সৈনিক কিভাবে সুপার পাওয়ারে পরিণত করলো সেই গল্পটার নাম হচ্ছে পুতিন। কিভাবে সাধারণ এক পঙ্গু শ্রমিকের ছেলে হয়ে উঠলো বর্তমান রাশিয়ার মুকুট বিহীন সম্রাট সেই গল্পটা বড় রোমাঞ্চকর। এই বইটিতে পুতিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ গুলো বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন গবেষণা প্রবন্ধের ভিত্তিতে। চলুন হারিয়ে যায় পুতিনের পুতিন হবার গল্পে।
Report incorrect information