* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
মানুষের ভেতরে অদ্ভুত অপূর্ব থাকে আবার অভিশপ্ত অলৌকিকও থাকে। মানুষ সেই দুই মাধ্যমের অসম্ভব ধারণকারী। এই উপন্যাসে মানুষের মনস্তাত্ত্বিক এই পরিধিকে আরও উর্ধ্বে টেনে নিয়ে পপি পারমিতা চরিত্র অংকন করেছেন। অপরূপতার ভেতর অর্ধদগ্ধ ভয়ংকরকে তুলে ধরেছেন। যেন অভিন্ন রূপ একটি শরীরী একটি অশরীরী- যোগসূত্র তৈরি করেছে।
সরল বাক্যের মৃদুরেখায় পপি পারমিতা ঘটনাকে সাজাতে সাজাতে তৈরি করেন কাহিনির কাক্সিক্ষত পরিমণ্ডল। যেখানে মানুষ তাদের সম্পর্ককে কীভাবে নির্ণয় করে, তা টের পাওয়া যায়। তিনি গল্প এগিয়ে নিতে নিতে সম্পর্কগুলোর জটিল থেকে অনন্যতর করে তোলেন। আর আমরা পড়তে পড়তে চলে যাই রহস্যের দিকে।
পপি পারমিতার গল্প বাস্তবতাকে ছাড়িয়ে নয়, বরং তিনি বাস্তবতাকে আরও পরিচ্ছন্ন করে আমাদের এমন এক পরিস্থিতির মুখোমুখি করেনÑ যেখানে আমরা থমকে দাঁড়াই এবং একটি গূঢ় ভাবনার মুখোমুখি হই। সেই জগতের পরিভ্রমণে আপনি স্বাগত।
Report incorrect information