গা ছমছম করা নয়টি গল্প নিয়ে গ্রন্থটি সাজানো হয়েছে। তবে গল্পগুলোর নাম এখানে উল্লেখ না-করলেই নয়। ‘পিংকি প্রমিস’, ‘পিপহোল’, ‘ফ্রান্সের জাদুকর’, ‘বিদেহী আত্মা’, ‘হানাবাড়ি’, ‘নাইটগাউন’, ‘অপ্রাকৃত প্রহরে’, ‘ক্বারিন জিন’ এবং গ্রন্থের শেষ গল্পটি নাম ‘ওয়্যার উলফ’।
গল্পগুলো পাঠের পর পাঠক সাত দিন একটা ঘোরের মধ্যে যাপন করবেন এটা নিশ্চিত করেই বলা যায়। পাঠকরা অনেক ভৌতিক গল্পই পাঠ করে থাকবেন কিন্তু এমন গল্প পাঠের অভিজ্ঞতা খুব কম পাঠকেরই আছে এটা তো বলাই যায়। এক কথায় বলতে চাই--‘শিহরন’ গল্পগ্রন্থের গল্পগুলো পাঠকের মনের মধ্যে বজ্রপাতের ঘটানোর মতো শিহরন জাগাবে।
Report incorrect information