দেশের অন্যতম সেরা বিজনেস স্কুল, BUP এর এফবিএস ইউনিটে ভর্তির স্বপ্নযাত্রায় তোমাকে স্বাগতম। তুমুল প্রতিযোগিতার এই যাত্রায় তোমার প্রস্তুতিকে শাণিত করতে আমাদের এই বই। তবে বইটি থেকে সেরা ফল পেতে কয়েকটি কথা মনে রাখা জরুরি।
১। স্মার্ট প্রস্তুতি, শর্টকাট নয়: এফবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি স্বতন্ত্র। আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সবচেয়ে জরুরি টপিকগুলোই এই বইয়ে দিয়েছি। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন, তবে এর বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে। তাই বইয়ের টপিকগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ো এবং নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখো।
২। বুঝে পড়ো, মুখস্থ নয়: এফবিএস-এ ভর্তির জন্য কনসেপ্ট বা মূল ধারণা পরিষ্কার থাকা আবশ্যক। বিশেষ করে গণিত ও অ্যানালিটিক্যাল অংশের প্রশ্নগুলো কেবল বুঝে উত্তর করার মতো। তাই প্রতিটি প্রশ্নের উত্তরের চেয়ে তার পেছনের ব্যাখ্যাকে বেশি গুরুত্ব দাও। এতে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন এলেও তুমি সহজেই সমাধান করতে পারবে।
৩। নির্ভুলতার প্রতি আস্থা: আমাদের লেখক পরিষদ বইটি শতভাগ নির্ভুল করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপরও কোনো ভুল চোখে পড়লে ঘাবড়াবে না। নিজের মূল বই দেখে নিশ্চিত হও এবং প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজে জানিও। তোমার একটি মতামত আমাদের পরবর্তী সংস্করণকে আরও সমৃদ্ধ করবে।
তোমার মেধা ও পরিশ্রমের সমন্বয়ে এই বইটি হয়ে উঠুক বিইউপি-তে তোমার আসন নিশ্চিত করার সেরা হাতিয়ার। তোমার জন্য রইল নিরন্তর শুভকামনা।