Category:বয়স যখন ৮-১২: ছড়া
১ এপ্রিল ১৯৯২ সালে টাঙ্গাইল জেলার ভ‚ঞাপুর উপজেলার ভারই গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় একজন শিক্ষক। এ সময়ের তরুণ মেধাবী ছড়াকার। তিনি জাতীয় দৈনিকসহ লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। আমি তাঁর ছড়ার নিয়মিত পাঠক। তাঁর প্রতিটি ছড়া ঝরঝরে ও তুলতুলে। ছন্দ ও অন্ত্যমিলের মুন্সিয়ানা চোখে পড়ার মতো। এ ছাড়া ছড়ার বিষয়বস্তু নির্ধারণে রয়েছে স্বকীয়তা। তাঁর ‘খোকার ছড়া খুকির ছড়া’ ছড়াগ্রন্থ আমি পড়েছি। ছড়াগ্রন্থে রয়েছে ফুল, পাখি ও পরিবেশ-প্রকৃতির কথা। ছন্দে ছন্দে শিশুদের আনন্দ ও ভালোলাগার কথা। তাঁর ছড়ার অন্যতম বৈশিষ্ট্য হলো ছড়ায় ছড়ায় শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়া। এ ছাড়া তাঁর প্রতিটি ছড়ায় আলাদা আলাদা চমক রয়েছে। পাঠক ধরে রাখার ব্যাপারেও তিনি খুবই সচেতন। একটি ছড়া পাঠ করার পর আরেকটি ছড়া পড়ার প্রবল আগ্রহ কাজ করে তাঁর ছড়ায়। এককথায় ছড়ায় যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার শতভাগ দেওয়ার চেষ্টা করেন তিনি। আমি তাঁর ‘খোকার ছড়া খুকির ছড়া’ ছড়াগ্রন্থের বহুল প্রচার ও প্রসার কামনা করছি।
-রাসেল খান
শিশুসাহিত্যিক
Report incorrect information