আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মহান রবের বিশেষ রহমতে দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফসল A to Z Basic English Grammar and Composition বইটি প্রকাশ পেয়েছে, আল-হামদুলিল্লাহ।
সময় অতি মূল্যবান। সময়ের মূল্য বুঝে কাজ করতে পারলে, সত্যিকারের সফলতা আসে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় সকলেই কর্মব্যস্ত। এই ব্যস্ততার মাঝে অল্প সময়ে অনেক কাজ করতে হচ্ছে। ছাত্রজীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো লেখাপড়া। লেখাপড়ায় ইংরেজি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইংলিশ আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম। ভালো ইংরেজি না জানলে বিশ্ব দরবারে নিজের জায়গা দখল কঠিন হয়ে যায়। আমার দীর্ঘ অভিজ্ঞতায় উপলব্দি করেছি বাংলাদেশের অধিকাংশ ছাত্র-ছাত্রীই ইংরেজিতে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য সামনে নিয়েই বইটি সাজানোর চেষ্টা করেছি।
আধুনিক সময়ের অন্যতম দাবি English Sounds/Phonetics (ধ্বনিবিজ্ঞান)। যা এই বইটিতে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা করেছি। একজন শিক্ষার্থী ইংরেজি ভাষায় দক্ষ হলে অন্যান্য বিষয়গুলো সহজ মনে হবে। প্রতিটি Chapter-এর Practice-এর সাথে সাথে Answer key প্রদান করা হয়েছে। ইংরেজি ভাষায় দক্ষ হলে:
1. A পাওয়া সহজ।
2. চাকরিটা পাওয়া সহজ।
3. বিদেশে ভ্রমণ বা সেটেলমেন্ট সহজ।
A to Z Basic English Grammar and Composition বইটি সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এটি ভালো ফলাফল করার ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করবে।
Class Four, Five, Six, Seven, Eight, Nine, Ten, XI, XII, Degree, Honours, Masters, আলিয়া মাদরাসা, কওমী মাদরাসা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষক নিবন্ধন, BCS, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ এবং অন্যান্য সরকারি-বেসরকারি যে কোনো চাকরি প্রার্থীগণ উপকৃত হলেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে, ইনশা-আল্লাহ।
শত চেষ্টার পরও ভুল-ত্রুটি হতে পারে। সম্মানিত শিক্ষক, অভিভাক এবং কোমলমতি শিক্ষার্থীদের নিকট কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে আমাদেরকে জানানোর কষ্টটুকু করার অনুরোধ রইলো।
আমরা যে কোনো ভুল সংশোধনে সচেষ্ট থাকবো, ইনশা-আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কল্যাণ-প্রচেষ্টা কবুল করুন। আমিন।