'অষ্ট দিকের কষ্ট বুকে/সিল মোহরে বন্দি/নিশিবনের পুষ্প মনে/নির্জনে বসে কান্দি।' (বিষের ব্যথা)
অথবা
হিসাব হবে ভালো-মন্দের/হিসাব হবে কর্মের/অধিক লোভে করছে যারা/ক্ষতি সাধন অন্যের।' (পরিষ্কার)
এরকম অসংখ্য পঙক্তি দিয়ে সাজানো হয়েছে আব্দুল কুদ্দুস বেপারীর একক কাব্যগ্রন্থ 'বিবর্ণ সময়'।
অত্যন্ত সহজ-সরল-সাবলীল ভাষায় কবি তাঁর কবিতাগুলো রচনা করেছেন। আমাদের চারপাশের ঘটনাবলিই তিনি কাব্যে রূপ দিয়েছেন। আশাকরি এ গ্রন্থের কবিতাগুলো সকল শ্রেণির পাঠকের কাছে ভালো লাগবে।
Report incorrect information