আল-কুরআন একটি স্বচ্ছ আয়না যেখানে সবাই নিজেকে দেখতে পায়
মহাগ্রন্থ আল কুরআন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। জীবনের সকল বিভাগে ইহা পরিব্যপ্ত। জীবনের কোনো অংশই এর আওতার বাইরে নয়। সকল মানুষের সম্পর্কে কুরআন আলোচনা করে। পাপী-তাপী, ধনী-গরীব, আলেম-জাহেল, মূর্খ-জ্ঞানী, নারী-পুরুষ, কাফির-মুমিন, নামাজি-বেনামাজি, কৃষক-শ্রমিক মোটকথা সকল শ্রেণীর সকল পেশার মানুষকে নিয়ে কুরআন আলোচনা করে। কুরআন খুলে গভীর মনোযোগ দিয়ে পাঠ করলেই সকলের আলোচনা পাওয়া যায়। মানবতার জন্য কুরআন একটি দর্পণ, একটি স্বচ্ছ-পরিচ্ছন্ন, সত্য ও আস্থাশীল আয়না; যাতে সকলেই নিজের চেহারা, আকৃতি ও অবয়ব দেখতে পায়, সমাজ জীবনে তার স্থান ও মর্যাদা সম্পর্কে জানতে পারে, প্রভুর নিকট তার মর্তবা কতটুকু, তাও সে জানতে পারে। কারণ কুরআন মানুষের চরিত্র ও গুণাবলী সম্পর্কে বর্ণনা করে। তাতে মানবতার উচ্চ ও নিম্ন প্রত্যেক শ্রেণীর প্রতিচ্ছবি বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক বলেন-
'আমি তোমাদের কাছে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, যাতে 'তোমাদের সকলের কথা ও আলোচনা' রয়েছে। অথচ তোমরা চিন্তা-ভাবনা কর না।"
এই আয়াতে 'তোমাদের কথা ও আলোচনা' অর্থাৎ এই গ্রন্থে তোমাদের বর্ণনা রয়েছে। তোমাদের অবস্থা ও গুণাবলী উল্লেখ আছে। আমাদের মনীষীগণ কুরআনকে জীবন্ত কথপোকথনকারী এবং জীবনের সমস্যাবলীর সমাধানে ভরপুর একটি গ্রন্থ কল্পনা করতেন। তাঁদের নিকট কুরআন কোনো