সাহিত্য মানব মনের আয়না। কবিতা সাহিত্যের একটা শাখা। একটি কবিতা যত ছোটই হোক, তা একটি মহাবিশ্বের দরজা খুলে দিতে পারে। কবিতা হচ্ছে বুকের গভীরে জমে থাকা মুক্তোদানা। কবিরা তা কলম আর কালির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেন।
কুষ্টিয়া জেলাকে শিল্প-সংস্কৃতির রাজধানী কল্য এর। আমার সৌভাগ্য যে গুনুমাত্র সেই জেলার নবীন এবং প্রক্টণ গুণী কবিদের বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত 'বেদনার সরোবর' নামক বইটি আমি সম্পাদনা করতে পেরেছি।
আমি বিশেষভাবে কৃতজ্ঞ কবি, ঔপন্যাসিক ও গীতিকার কুষ্টিয়া জেলার উজ্জ্বল নক্ষত্র শেখ আকতার ভাইয়ের প্রতি। তিনি কুষ্টিয়া জেলার বাছাইকৃত গুণী কবিদের সমন্বয় ঘটিয়ে এই কঠিনতম কাজটি সম্পন্ন করেছেন। এই বইটিতে যারা লেখা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
Report incorrect information