'গতির মধ্যে রাজনীতিকে দেখা' গ্রন্থটিতে রাজনীতিকে বিভিন্ন ছবি আকারে বা একটি চলমান সমষ্টি হিসেবে দেখার চেষ্টা করা হয়েছে। লেখাগুলো পরপর পড়ে গেলে পাঠক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিবর্তনের অতীত-বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে একটি সামগ্রিক সুস্পষ্ট ধারণায় উপনীত হতে পারবেন। তবে সেটার মধ্যে নিহিত কালানুক্রম ও অন্তর্নিহিত যৌক্তিকতা—দুটি দিকই উপলব্ধি করা জরুরি।
বইয়ের বিষয়বস্তু বিচিত্র। লেখাগুলো শুধু বাংলাদেশকেন্দ্রিক নয়। ভারতসহ বিশ্বের অনেক দেশের বিষয়েই বক্তব্য রয়েছে বইটিতে। বক্তব্য রয়েছে এমনকি নদী নিয়েও। আওয়ামী লীগ, বিএনপি ও কমিউনিস্ট পার্টির কথা বারবার উঠে এসেছে। বাম সংকীর্ণতা, হঠকারিতা, বিচ্যুতির কথাও উঠে এসেছে। বঙ্গবন্ধুকে যে গতির মধ্যে দেখা উচিত ছিল সে কথাও তুলে ধরা হয়েছে। গণতন্ত্রের সংগ্রাম যে শুধু ভোটের সংগ্রাম নয়, ভাতেরও সংগ্রাম সে কথাও বলতে ভোলেননি লেখক। যারা বাংলাদেশের গতিময় রাজনৈতিক প্রেক্ষাপটের গতিধারার আলোকে আগামী সম্ভাবনার রূপকল্প অঙ্কন করতে চান, বইটি তাদের সেই যাত্রার সঙ্গী করে তুলবে বলে আশা রাখছি।
Report incorrect information