Category:চলচ্চিত্র সমালোচনা
ঋত্বিককুমার ঘটক, মাত্র ৫১ বছরের জীবনকালের ক্ষণজন্মা এই মহাশিল্পীকে ধরাছোঁয়া দুঃসাধ্য। যেন এক অতল সমুদ্র যার স্রোতধারার অনেক স্তর। সমাপ্ত কাহিনীচিত্র ৮টি, প্রামাণ্যচিত্র ৪টি, ৫টি স্বল্পদৈর্ঘ্যের ছবি, অসমাপ্ত কাহিনীচিত্র ৪টিসহ রেখে গেছেন অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং নাটক। অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে।
শিবরাম চক্রবর্তীর কিশোর উপন্যাস অবলম্বনে ঋত্বিকের তৃতীয় চলচ্চিত্র বাড়ী থেকে পালিয়ে। কিন্তু ঋত্বিকের অন্য ছবিগুলির তুলনায় এই ছবি নিয়ে আলোচনা নিতান্তই কম। শিশুতোষ ছবি ভেবে সমালোচকেরা হয়তো এড়িয়ে গেছেন ছবিটিকে। অথচ এটি ষোলআনা বড়দের ছবিও বটে।
চলচ্চিত্রের বিভিন্ন অনুষঙ্গে ও উপকরণে সমৃদ্ধ বাড়ী থেকে পালিয়ে অত্যন্ত সুসংহত একটি চলচ্চিত্র।
শিবরাম চক্রবর্তীর কাহিনীর ভাঁজে ভাঁজে নিজের শৈশব, কৈশোর আর তারুণ্যের নানা অভিজ্ঞতার মিশেলে বাড়ী থেকে পালিয়ে অনেকটাই হয়ে উঠেছে ঋত্বিকের জীবনচিত্র। এ গ্রন্থে চলচ্চিত্রটি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি এবিষয়েও আলোকপাত করা হয়েছে।
২০২৫ সাল (৬ নভেম্বর) ঋত্বিককুমার ঘটক ও তাঁর যমজভগ্নী প্রতীতি দেবীর জন্মশতবর্ষ। এ শুভক্ষণে গ্রন্থটি তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
Report incorrect information