জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক অনুমোদিত নতুন সিলেবাস অনুসারে একাদশ-দ্বাদশ শ্রেণির সৃজনশীল পদ্ধতি অনুযায়ী রচিত।
বাজারজাতকরণ (Marketing) প্রতিদিনের প্রয়োজন ও অভাব মিটিয়ে আমাদেরকে সন্তুষ্ট করার যাবতীয় কাজ সম্পাদন করে আমাদের জীবনের ভূষণ হয়ে আছে। কিন্তু কীভাবে? এ প্রশ্নের সঠিক ও সার্থক উত্তর পেতে হলে আমাদের প্রাত্যহিক জীবনধারণের চালচিত্র বিশ্লেষণ করা আবশ্যক। আমরা ঘড়ির অ্যালার্ম শুনে ভোরে ঘুম থেকে জেগে উঠি। তারপর টুথ ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মেজে তোয়ালে দিয়ে মুখ মুছি। ব্রেড, বাটার, ডিম দিয়ে নাশতা করে এক কাপ চা পান করি এবং দৈনিক পত্রিকায় চোখ বুলিয়ে নিই দিনের সংবাদ। এরপর ইস্তিরি করা সুন্দর জামাকাপড় পরে কর্মক্ষেত্রে যাই। রাতে ntv, Channel-i, ETV প্রভৃতি চ্যানেলে নাটক দেখি ও দেশবিদেশের খবর শুনি। তারপর ফ্যানের বাতাসের পরশে ঘুমিয়ে পড়ি। এভাবে চলতে থাকে আমাদের জীবন। আমরা স্বল্প সময় ও প্রচেষ্টায় নিত্যপ্রয়োজনীয় কাগজ, কলম, সাবান, চাল, ডাল, তেল প্রভৃতি কিনছি। প্রতিদিনের ভোগের তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য, সেবা, ধারণা। ভোক্তা কী চায়, কত দামে চায়, কখন চায়, কী আকারে চায়, কোথায় চায় ইত্যাদি পণ্য বা সেবা উৎপাদনের আগে ঠিক করে নিতে হয়। মুক্ত বাজার অর্থনীতিতে (Open Market Economy) এখন আর পণ্য প্রাপ্তি ভোক্তার কাছে কোনো সমস্যাই নয়। উন্নত প্রযুক্তি, যোগাযোগ ও আকাশ সংস্কৃতি প্রতিনিয়ত পণ্যের অবাধ তথ্য সরবরাহ করছে। ফলে বাজারজাতকরণের শক্তিশালী ভূমিকাই মুখ্য হিসেবে বর্তমানে বিবেচিত।
Title
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - দ্বিতীয়(২য়) পত্র - একাদশ-দ্বাদশ শ্রেণি