Category:সমকালীন উপন্যাস
“ফিরে আসার গল্পগুলো”
মানুষের জীবন যেন এক দীর্ঘ সফর। যেখানে পথ হারিয়ে ফেলার মতো ফিরে আসাটাও খুব স্বাভাবিক। জীবনের এই পথচলায় কখনো আমরা আলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিই, আবার কখনো অন্ধকারে হেঁটে চলেও হঠাৎ আলোর খোঁজে ফিরতে থাকি। সেই ফিরে আসার ভেতরেই লুকিয়ে থাকে কল্যাণ, প্রশান্তি আর আত্মার মুক্তি।
“ফিরে আসার গল্পগুলো” বইটি তেমনই কিছু ফিরে আসার গল্প নিয়ে সাজানো, যা পাঠকের হৃদয়ে অনুশোচনা, আত্মজিজ্ঞাসা আর পরিশুদ্ধতার বীজ বপন করবে ইনশাআল্লাহ। প্রতিটি গল্পে জীবনের গভীর এক বাস্তবতা ফুটে উঠেছে।
যেখানে পাপের গহ্বর থেকে আলোর পথ খোঁজার চেষ্টা আছে, আবার আছে রবের দরবারে ফিরে যাওয়ার এক হৃদয়ছোঁয়া আত্মসমর্পণ।
আমি ছোটবেলা থেকেই গল্পকে অসম্ভব ভালোবাসি। ক্লাস সেভেনে পড়াকালেই বই লেখার স্বপ্ন দেখা শুরু করি। আমার সংগ্রহে বর্তমানে তিনশটিরও বেশি ইসলামিক বই রয়েছে, যা আমার চিন্তা-চেতনাকে আলোকিত করেছে। আমি প্রকৃতি ভালোবাসি। তার নিসর্গ, সৌন্দর্য, নীরবতা আমাকে ভাবায়, শিখায়, জাগিয়ে তোলে। নতুনত্বের প্রতি ভালোবাসা থেকেই আমি চেয়েছি কিছু আলাদা, ভিন্নতর কিছু তুলে ধরতে।
এই বই রচনায় আমার অনেক বন্ধু-বান্ধব, বিভিন্ন বই-পত্রিকা, এমনকি প্রযুক্তিসহ সকলের সাহায্য আমাকে পথ দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তবুও, বইটি সম্পূর্ণ নির্ভুল নয়। এর কোথাও কোন অনিচ্ছাকৃত ভূল থেকে যেতেই পারে। তাই প্রিয় পাঠক, আপনার সৌন্দর্যপিয়াসী হৃদয় দিয়ে ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং সাদরে গ্রহণ করবেন এই ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এই বইয়ের গল্পগুলো যেন কাউকে না কাউকে অন্তত এক কদম ফিরে আসতে অনুপ্রাণিত করে, এই কামনাই আমার।
Report incorrect information