ঢাকার নটর ডেম কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সফিউল আলম প্রধান কর্তৃক প্রণীত এইচএসসি বা উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি ও সুশাসন ১ম পত্র [একাদশ-দ্বাদশ শ্রেণি]
সুস্থ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে সুশাসন অপরিহার্য শর্ত। নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে তাদের পৌরনীতি ও সুশাসনের ধারণা, নীতি ও বাস্তব প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা জরুরি। এই উপলব্ধি থেকেই “পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র” গ্রন্থটি রচনা।
গ্রন্থটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে পাঠ্যসূচি অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান, গণতন্ত্র, মানবাধিকার, প্রশাসন, আইন, নৈতিকতা, মূল্যবোধ ও দুর্নীতি দমনসহ পৌরনীতি ও সুশাসনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করা হয়েছে। শুধু মুখস্থনির্ভর না রেখে বিষয়গুলোকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে শিক্ষার্থীদের চিন্তা, বিশ্লেষণ ও প্রয়োগ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে তারা পরীক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকত্বের মানসিকতা অর্জন করবে।
আমার এই গ্রন্থকে অন্যদের থেকে ব্যতিক্রমী করেছে এর সহজ ভাষা, বিশ্লেষণধর্মী উপস্থাপন ও বাস্তব জীবনের সঙ্গে বিষয়গুলোর সেতুবন্ধন। এখানে কেবল পরীক্ষাভিত্তিক জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সর্বোপরি সুশাসনের প্রতি আস্থা ও অনুপ্রেরণা সৃষ্টির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই গ্রন্থ শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্য, নাগরিক দায়িত্ববোধ এবং নৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার এই প্রচেষ্টা যদি শিক্ষার্থীদের সামান্যতম উপকারেও আসে, তবে তা-ই হবে আমার পরিশ্রমের সার্থকতা।
সফিউল আলম প্রধান-এর জন্ম চাঁদপুর জেলার মতলব(দ.) উপজেলায়। তিনি মতলবের কাচিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে সরকার ও রাজনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যলয়ে এম.ফিল করছেন। পেশাগত জীবনে তিনি অধ্যাপনা করছেন ঢাকার নটর ডেম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এর আগে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ও উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পাশাপাশি পত্র পত্রিকায় সমকালীন বিষয়ে লেখালেখিতে তাঁর আগ্রহ রয়েছে।