* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
জাপান থেকে ভ্যাঙ্কুভার পাড়ি জমানোর আগের রাতে নৃশংসভাবে খুন হল বিখ্যাত লেখক কুনিহিকো হিদাকা। নিজের বন্ধ বাড়ির অফিসে হিদাকার মৃতদেহ আবিষ্কার করে তাঁর স্ত্রী এবং সবচেয়ে কাছের বন্ধু, এবং এদের দু'জনেরই আছে অ্যালিবাই।
খুনের তদন্তে এসে ডিটেকটিভ কাগা চিনতে পারে হিদাকার এই কাছের বন্ধুকে। একসময় স্কুলে একই সাথে শিক্ষকতা করতো তারা। এরপর শিক্ষকতা ছেড়ে কাগা পুলিশে নাম লেখায় আর নোনেগুচি পেশা হিসেবে বেছে নেয় লেখালেখিকে। যদিও তাঁর বন্ধু হিদাকার মতো নাম কামাতে পারেনি সে। তদন্তে নেমে নোনোগুচির এক বিবৃতিতে সন্দেহ হয় কাগার। একসময় বুঝতে পারে,বাইরে থেকে দেখে এই দুই লেখকের সম্পর্ক যেমনটা মনে হয়, ভেতর ঠিক তার উলটো।
ডিটেকটিভ আর লেখকের ইঁদুর বিড়াল খেলায় উন্মোচিত হতে থাকে দুই লেখকের অতীত আর বর্তমান। কাগাকে জানতে হবে 'কে' বা 'কীভাবে ' নয় বরং খুনটা কেনো করা হয়েছে। যদি খুন হওয়ার আসল কারণ বের করতে কাগা ব্যর্থ হয়, তাহলে সত্যটা ঢাকা পড়ে যাবে আজীবনের জন্য।
Report incorrect information