রিলেশন হোক চিরস্থায়ী
আমরা প্রত্যেকেই চাই, কেউ একজন পাশে থাকুক। সে শুধু আমাকে বুঝবে, ভালোবেসে আগলে রাখবে। চোখে চোখ রেখে আশ্বাস দিবে আমি তো আছি সর্বদা তোমার পাশে। এমন একজন থাকেও হয়তো, কিন্তু সময়ের প্রবাহে সম্পর্ক বদলায়। হারিয়ে যায় দূরে অনুকূলে। বন্ধুরা নিজ কর্মে ব্যস্ত যে যার পথে। দু'জনার সম্পর্ক হয় বরফে রুপান্তর। পরিবার পর্যন্ত কখনো কখনো বুঝতে পারে না হৃদয়ের হাহাকার। মনে হয় চেপে বসেছে চৌদিক বিষণ্নতা। ভালোবাসা স্রেফ ক্লান্তিকর অস্বস্তি ঢের। মায়া হয়ে ওঠে বিষাদী পেয়ালা। নিঃশব্দ নিরবে নিঃসঙ্গ হয়ে যায় হৃদয়।
মনের গহীনে প্রশ্ন জাগে তবে কি সবকিছুই ভুল ছিল আমার? হৃদয় উজাড় করে ভালোবেসাটা কি জঘন্য অপরাধ ছিল? মনোত্তরে বলে— হ্যাঁ, ভুল করেছিলে। তবে ভুল ছিল না ভালোবাসা, ভুল ছিল ভালোবাসার ঠিকানা।
ঠিক তখুনি জ্ঞানীরা বোধ-পূর্ণ হবে। রিলেশন হোক স্রেফ রবের সঙ্গে। তিনিই একমাত্র, যার কখনো অবহেলা, ছেড়ে যাওয়া কোনটাই নেই। যিনিই বুঝে যান অশান্ত মনের ধুকপুকানি বুক ব্যথা। তোমার হৃদয়ের নিভৃতে নিশ্চুপ কাঁদো-কন্ঠ। রজনী আঁধারে যখন পাড়া-মহল্লা ঘুমের ঘোরে বিভোর। ইনবক্স ফাঁকা কেউ নেই কথা বলার তখনো তিনি থাকেন। তাঁহার সাথে কথা বলতে লাগে না কোন নেটওয়ার্কের প্রয়োজন। শুধু একটি শব্দ, ইয়া আল্লাহ! এটুকুই যথেষ্ট তাঁহার দয়া বর্ষণের জন্য।
তিনি বলেন: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো।
এই কথা পৃথিবীর কোনো বন্ধু, প্রেমিক আপন কেউই বলবে না। বললেও তা সাময়িক স্বার্থ উদ্বার হওয়ার পর্যন্ত। কেউই তোমায় প্রতিশ্রুতি দিবে না এমন— যদি তুমি আমায় ডাক আমি তোমার হবো। খুঁজে দেখলে পেয়ে যাবে তার প্রতিশ্রুতি ছিল নিজ প্রয়োজনের হাতছানি।
কিন্তু আল্লাহ তা'য়ালা স্বার্থহীন, আপন দয়ায় বলেন ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো’। নিঃসন্দেহে তিনিই আমাদের প্রতিপালক নিঃস্বার্থ দয়াবান।
দেখুন! আমাদের জীবন থেকে কেউ হারিয়ে গেলে আমরা কাঁদি দুঃখে, শোকে। কিন্তু আল্লাহর সাথে থাকলে যে শান্তির সুগন্ধী ছড়ায় হায়াৎ জুড়ে তা ভুলে যায় দুনিয়ার মোহ মায়ায়। অথচ তাঁর ভালোবাসা শর্তহীন। তুমি যদি অযুত কোটি গোনাহ কাঁধে ফিরে আসো কান্নায় ভেঙে বলো যে— হে খোদা আমি ভুল করেছি। তবে শুনবে তাঁর জবাব! হে আমার বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন।
বলুন তো— কে দিতে পারে এমন ভালোবাসা? দুনিয়ার সর্ব ভালোবাসা শর্তে মোড়ানো, কিঞ্চিৎ ভুলে অভিমান, প্রত্যাখ্যান, রাগ, ঘৃণা। কেউ ভুল ক্ষমা করে না।
ফিরে এলে কটুকথা শুনিয়ে বলে কোথায় ছিল তখন তোমার বোধগম্য! হেনতেন। কিন্তু আল্লাহ তা'য়ালা! তিনি বলেন, তুমি ফিরে এসো, আমি অপেক্ষায় আছি। তুমি যখন গুনাহ ছেড়ে ফিরে আসো পাকাপোক্ত হতে। দাগহীন হতে। যখনি ক্রন্দনে চক্ষুদ্বয় ভিজিয়ে বলো— “আস্তাগফিরুল্লাহ”। তখন আল্লাহ তা'য়ালা তোমার দিকে কুদরতি শক্তিতে দৌঁড়ে আসেন।