Category:শিশু-কিশোর সাহিত্য/রচনা সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী ও দিনলিপি রচনার মাধ্যমে তাঁর এই জীবনোপলব্ধিকেই পাঠকের গোচরে এনেছেন। তাঁর স্বাতন্ত্র্যদীপ্ত জীবনজিজ্ঞাসাকে পাঠকহৃদয়ে গভীরভাবে সঞ্চারিত করেছেন। কিশোর-উপযোগী রচনাতেও তাঁর এই প্রচেষ্টা লক্ষণীয়। তাঁর কল্পনাশক্তির অপরিসীম ঐশ্বর্য দিয়ে তিনি কিশোর হৃদয়কে উদ্দীপ্ত করতে চেয়েছেন। তিনি কিশোরমনের কৌতূহল ও আগ্রহের বিষয়কে যথার্থভাবে চিহ্নিত করে ব্রতী হয়েছেন। অভিযানমূলক কাহিনী রচনায়। এসব অভিযানে যেমন স্বপ্ন আছে, কঠিন সব বাধা অতিক্রম করার দুঃসাহস আছে, তেমনি আছে জগৎ জয়ের নেশা ও আনন্দ। শিশু-কিশোরদের আরেকটি বৈশিষ্ট্য হল, তারা গল্প শুনতে ভালবাসে। ফলে এ ধরনের রচনায় সর্বত্রই তিনি এই গল্পরস পরিবেশন করেছেন। অন্যদিকে ভৌতিক গল্প শুনতে শিশু-কিশোরদের মদ্যে যে তীব্র আগ্রহ সে-কথাও তিনি ভুলে যাননি। বর্ণনার চমৎকারিত্বে, আখ্যানের আকর্ষণ-গুণে তাঁর কিশোর-রচনাসমূহ অসাধারণভাবে দীপ্তিময়।
Report incorrect information