Category:রচনা সংকলন ও সমগ্র
বর্তমান ‘শ্রেষ্ঠ শিবরাম’ বইয়ে প্রবন্ধগ্রন্থ বা বিচ্ছিন্ন চিন্তাশ্রয়ী গদ্যরচনাকে বাদ রেখে অন্য সকল ক্ষেত্র থেকেই লেখা সংগৃহীত হয়েছে: গল্প, উপন্যাস, কবিতা ও নাটক। এ-সবের উদ্দীষ্ট পাঠক অল্পবয়সীরা। সাহিত্য স্রষ্টা হিসেবে যে-শিবরাম আমাদের নিকট সর্বাধিক পরিচিত ও আদরণীয় এদের ভিতরে সেই রসিক বাক্শিল্পীর দেখা মিলবে। ভবিষ্যৎ-পরিকল্পনা রইল আরেকটি খণ্ডে স্বল্পচেনা শিবরামকে পরিচয় করানোর। সংগ্রহ-সম্পাদনা ও আনুষঙ্গিক রচনা দুটিতে সম্পাদকদ্বয় সংক্ষেপে অথচ সুচারুভাবে যে-পরিচয় দক্ষতার সঙ্গে গেঁথে দিয়েছেন তার বাইরে অধিক বাক্যব্যয় বাহুল্য মাত্র। গ্রন্থিত সকল রচনাই, আমার বিবেচনায়, শিবরামের প্রতিনিধিত্ব করে। শিবরাম চক্রবর্তীর জন্মশতবর্ষের পরে তাঁর স্মৃতি উজ্জ্বল হয়ে আরেকবার চারদিক আলো করে তুলবে, এই প্রত্যাশা আমাদের সকলের।
Report incorrect information