উপন্যাসের কাহিনি দুজন অসম বয়সী নর-নারীর ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়াকে নিয়ে আবর্তিত।
নন্দিতা অপেক্ষাকৃত বেশি বয়সের এবং অফিসের বস হলেও অর্ণব তার প্রেমে পড়ে। অর্ণব নন্দিতার পদ-পদবি, রূপ-যৌবন, শরীরী আকর্ষণে আকৃষ্ট না-হয়ে একজন মেধাবী নারী হিসেবে তার চমৎকার দক্ষতা, যোগ্যতা, অফিসের নানা কাজে অসাধারণত্বের প্রকাশ দেখে মুগ্ধ হয়। চারপাশে দেখা অনেক নারীর সাথে নন্দিতাকে মেলাতে পারে না। অথচ সে একজন ডিভোর্সি নারী। একজনকে প্রেম করে বিয়ে করলেও সেটা টেকেনি। নন্দিতাও অর্ণবকে পছন্দ করে মেধাবী, চৌকস জুনিয়র কলিগ হিসেবে। কিন্তু সেটা দ্বিধার দেয়াল ভেঙে বলতে পারে না। কিন্তু এক সময় অফিসিয়াল ট্যুরে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার পর বিভিন্ন ঘটনায় পরস্পর আরও কাছাকাছি এসে যায়। ধীরে ধীরে দ্বিধা সংকোচের প্রাচীর ভেঙে দুজনের সম্পর্কে নতুন মোড় সৃষ্টি হয়। কাহিনির পরতে পরতে সৃষ্টি হয় নানা নাটকীয়তা, সম্পর্কের টানাপড়েন।
Report incorrect information