Category:রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বিগত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনামল ছিল সার্বিকভাবে জুলুমের প্রতিভূ। অপশাসন, রাজনৈতিক ভিন্নমতের ওপর বিচারিক হত্যাযজ্ঞ, বিচারবহির্ভূত হত্যা, গুম, নাগরিকদের জানমালের ওপর হস্তক্ষেপ, লুটপাটসহ জুলুমের এত বিস্তৃত ও বিচিত্র তালিকা প্রণয়নও দুঃসাধ্য। সেসব জুলুম শেষ করে দিয়েছে অসংখ্য মানুষের জীবন ও অগণিত পরিবার।
ফ্যাসিবাদী শাসনামলে গুমের শিকার মজলুমদের একজন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি ছিলেন বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামায়াত নেতৃবৃন্দের আইনজীবী এবং মীর কাসেম আলীর সন্তান। এই অপরাধে তাঁকে গুম করা হয় ২০১৬ সালের ৯ আগস্ট। দীর্ঘ আট বছর তিনি কাটিয়েছেন জীবন-মৃত্যুর মাঝে ঝুলে থাকা এক দুঃসহ বন্দিত্ব। সেই বন্দিত্বের প্রতিটি দিন ছিল বিভীষিকাময়। যেকোনো হৃদয়বান মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো সেই দিনগুলি তিনি কাটিয়েছেন ঈমান ও তাওয়াক্কুলকে সঙ্গী করে।
ব্যারিস্টার আরমানের গুম জীবনের অসহনীয় সময়গুলোকে ধারণ করে প্রকাশিত হচ্ছে তাঁর বই আয়নাঘরের সাক্ষী : গুম জীবনের আট বছর। বইটির পাঠ জালিমের জুলুমের বিরুদ্ধে আমাদের হাতকে মুষ্টিবদ্ধ করে তুলুক। আমাদের মননকে আল্লাহর ওপর তাওয়াক্কুলের আলোয় আলোকিত করে দিক—এই প্রত্যাশা।
Report incorrect information