Category:#4 Best Seller inঅস্ট্রেলিয়ার ইতিহাস
এই গ্রন্থে প্রকাশিত সবগুলো লেখা দেশের শীর্ষস্থানীয় দৈনিক 'দ্য ডেইলি স্টারে' প্রকাশিত।
লেখক আকিদুল ইসলাম প্রায় তিন দশক ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করে খুব কাছে থেকে দেখেছেন ভিন্ন একটি জাতির যাপিত জীবন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সফলতা, ব্যর্থতা, সংগ্রাম এবং দ্বিতীয় প্রজন্মের বিকশিত হয়ে ওঠা।
অস্ট্রেলিয়া দেশ নয়, মহাদেশ। আলো ইতিহাসের অনেক শিক্ষক-ছাত্র মনে করেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদিবা আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়া। তথ্যটি সম্পূর্ণ ভুল। পৃথিবীর সব থেকে পুরোনো আদিবাসী সম্প্রদায়ের বাস অস্ট্রেলিয়াতে। এদের ইতিহাস প্রায় ৬০ হাজার বছরের। এদেরকে পরাজিত করে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক ১৭৭০ সালে দখল করেছিলেন আদিবাসীদের প্রিয় ভূখন্ড।
আদিবাসীদের ৬০ হাজার বছরের সংস্কৃতি আর ব্রিটিশ সামন্তবাদের ২৫৫ বছরের আধুনিক সভ্যতার লড়াই অস্ট্রেলিয়ার ইতিহাসকে নিয়ত রক্তাক্ত করে চলেছে। লেখক আকিদুল ইসলাম সেই রক্ত রঞ্জিত ইতিহাসকেও তুলে ধরেছেন তার লেখায়।
Report incorrect information