রোম শহর ও শহরতলীতে বিভিন্ন সময়ে একের পর এক খুন হচ্ছে বিভিন্ন পেশার মানুষ। গত কয়েক বছরেও ইতালির পুলিশ খুনির কোনো হদিস বের করতে পারেনি। তবে গোয়েন্দা পুলিশ এতোটুকু আঁচ করতে পেরেছে, খুনি একজন মহিলা। কিন্তু সে সবসময় সুচতুর কৌশলে সবার নজর এড়িয়ে ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। দক্ষ বৃদ্ধিসীপ্ত খুনি ভার কাজের পিছনে কোনো সনাক্তকরণ চিহ্ন ফেলে যায় না। সেটাই গোয়েন্দা পুলিশকে বেশি করে ভাবিয়ে তুলেছে।
এদিকে, টাইরেনিয়ান সাগরের উপকূলে ম্যাসিমোনিয়ার ঘন জঙ্গলে কলেজ পড়ুয়া ছয়জন ছেলেমেয়ে ক্যাম্পিংয়ে গেলে তাদের মধ্যে একটি মেয়ে নিখোঁজ হয়।
স্যামুয়েল ইতালি পুলিশের ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি এজেন্সির স্পেশাল ব্রাঞ্চ (আইএসএ) একজন চৌকষ গোয়েন্দা কর্মকর্তা। আইএসএ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাকে এই রহস্যজনক মুনিকে সনাক্তকরণ ও আইনের আওতায় নিয়ে আসার গুরুত্বপূর্ণ মিশনের দায়িত্ব দেয়। স্যামুয়েল অনুসন্ধানে নেমে রহস্যময় ভয়ানক এক অপরাধীর সন্ধান পায়, যে একের পর এক খুন করে চলেছে। এসব খুনের আড়ালে রয়েছে আরেক সাংঘাতিক ঘটনা। স্যামুয়েল কি পারবে। সেই রহস্যের জট খুলে ধুরন্ধর খুনিকে সনাক্ত করে জনসম্মুখে উন্মোচন করতে? কি ঘটতে চলেছে এবারের স্যামুয়েল গোয়েন্দা মিশনে। টান টান উত্তেজনায় ভরপুর চমকপ্রদ কাহিনি জানতে সবাইকে ওয়েস্টার্ন গোয়েন্দা সিরিজ-৪ এর 'সিরিয়াল কিলার-২' বইটি পড়ার আমন্ত্রণ রইলো। বইটি দুই পর্বে সমাপ্ত। প্রত্যেকটি পর্ব সবাইকে পূর্ণ আনন্দ দিতে সক্ষম।
Report incorrect information