Category:ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوْذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ. أَمَّا
যারা কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক। আরবীতে এদের আল ইলমানিয়্যাহ )الْعِلْمَانِيَّة(, আদ দাহরিয়্যাহ )الدَّهْرِيَّة(, ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পূর্ববর্তী ফুকাহায়ে কিরাম এই ধরনের লোকদের উদ্দেশ্যে যিনদীক নাম ব্যবহার করতেন। যদিও যিনদীক ও নাস্তিক এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তবে কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন )الْقَوْلُ بِإِزْلِيَّةِ الْعَالَمِ( "পৃথিবীকে কেউ সৃষ্টি করেনি এমন ধারণায় বিশ্বাস করা" [মু'জামুল ওসীত]। সহজ কথায় মহাবিশ্বের কোনো স্রষ্টা থাকতে পারে এমন ধারণা পুরোপুরি অস্বীকার করা, অল্প জ্ঞান নিয়ে আল্লাহ ও তার বিধি বিধানের উপর বিভিন্ন প্রকার আপত্তি অভিযোগ উপস্থাপণ করা, যে পর্যন্ত মানুষের বোধ শক্তি পৌঁছায় না সেসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করা ইত্যাদি কাজই নাস্তিকদের প্রধান বৈশিষ্ট্য। কোরআনে কারীমে এদের সম্পর্কে আল্লাহ বলেন,
وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ }
মানুষের মধ্যে একদল লোক আছে যারা কোনোরূপ জ্ঞান ও প্রমাণ ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে।'
Report incorrect information