Category:বয়স যখন ৮-১২: রূপকথা, উপকথা ও লোককাহিনী
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
স্যার জনের বাড়িটি বিশাল। টম বাড়িটি দেখে চমকে উঠেছে। মনে মনে আন্দাজ করছে, দশ হাজার লোক সহজেই থাকতে পারবে ওই বাড়িতে। ওই বাড়ির পার্কে হরিণ আছে। টম মনে করত ওগুলো দৈত্য এবং ওরা ছোটো বাচ্চাদের ধরে ধরে খায়। কয়েক একর জায়গাজুড়ে বাড়ির বাগান। তার ওপর দিয়ে বয়ে চলেছে স্যামন মাছে ভরা ছোট্ট নদী। গ্রিমস সাহেব আর তার বন্ধুরা সুযোগ পেলেই জন সাহেবের বাগানবাড়িতে ঢুকে পড়তেন।
কিন্তু প্রভুর প্রতি তাদের বেশ শ্রদ্ধাও ছিল। স্যার জন শুধুমাত্র সৎ সোজাসাপ্টা ম্যাজিস্ট্রেট ছিলেন তাই নয়, তিনি একজন বড়ো মাপের মানুষও ছিলেন। এ কারণেই গ্রিমস সাহেব স্যার জন ও লেডি জনকে দেখলেই হ্যাট নামিয়ে অভিবাদন জানাতেন।
পরদিন খুব সকালে, সারা শহর যখন ঘুমিয়ে ছিল, গ্রিমস সাহেব গাধায় পিঠে করে বেড়াতে বের হলেন। টম গ্রিমস সাহেবের ব্রাশ ইত্যাদি নিয়ে পেছন পেছন হাঁটছিল। তারা কয়লার খনি এলাকার গ্রামগুলোর কালো আর ধূলিময় রাস্তা দিয়ে চলছিল। রাস্তার পাশে টম ফুলের বাগান দেখতে পেল। পাখিরা গান গেয়ে নতুন দিনকে স্বাগত জানাচ্ছে। এরপর কী হলো টমের ছোট্ট জীবনে?
Report incorrect information