মহান আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর নিকট মানুষ প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ক্ষণিকের দুনিয়াতে ইবাদত করে সফল হতে পারলে তার জন্য অনন্তকাল পরম আয়েশের বেহেস্ত অপেক্ষা করছে। নেক বান্দারা কবর থেকেই যার সুফল পেতে থাকবে। আর সফল হতে না পারলে তার জন্য রয়েছে ভীষণ যন্ত্রণাদায়ক দোজখ। পাপী বান্দারা কবর থেকেই আজাব ভোগ করবে। নেকি বা গুনাহ হয় না এমন কাজ সাধারণত নেই। আমি প্রতিটি মুহূর্তে যা করছি তাতে হয়তো আমার নেকি হচ্ছে বা গুনাহ হচ্ছে এই চিন্তা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দুনিয়ার প্রতিটি ভালো কাজ থেকেই মানুষ নেকি পায়। তবে তা আল্লাহর সন্তুুষ্টির জন্য নিয়ত ঠিক করে এবং ধর্ম মেনে কাজ করা প্রয়োজন। ক্ষণিকের দুনিয়ায় ভালো থাকার জন্য আমরা কষ্ট করছি অথচ দীর্ঘস্থায়ী কবর ও চিরস্থায়ী জান্নাত-জাহান্নামের চিন্তা করছি না ও তার প্রস্তুতি নিচ্ছি না। সামান্য গরম লাগলে কত কষ্ট পাই । কিন্তু কবরের আজাব ও দোজখের আগুন থেকে বাঁচার তেমন চেষ্টা করি না। বাচ্চার সামান্য কষ্ট হলে দুশ্চিন্তা করি অথচ এই বাচ্চার দোজখের আগুন থেকে বাঁচানোর হয়ত চেষ্টা করছি না, এসব ভাবতে হবে। বিষয়গুলো আমাদের জানা আছে। তবুও আর একবার সচেতন করা বা মনে করে দেওয়ার জন্যই এ প্রচেষ্টা। আমরা শিশুদের নিয়ে কবিতা লিখি কিন্তু তার মধ্যেও ধর্মীয় বিষয় আনা যায় এটা দেখানোর জন্যই বইয়ের শেষে শিশুদের নিয়ে তিনটি কবিতা রাখা হয়েছে। সকল শ্রেণির লোক বুঝতে পারে এমন সহজ করে কবিতাগুলো লেখা। যারা সহযোগিতা করেছেন সকলকে শুকরিয়া জানাই। আল্লাহ যেন তাঁদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করেন। কোনো ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি ও সহযোগিতা কামনা করছি।
Report incorrect information