৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা, যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে। এই সংকলন তাঁদেরই উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়েই এই সংকলন প্রকাশিত হলো।
এটি পাঠকের মধ্যে
❑ ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে।
❑ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে।
❑ জনসাধারণের মধ্যে সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা, সাহসী মানসিকতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে।
❑ এছাড়াও, তরুণ লেখকদের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার একটি নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমরা মনে করি।
দেশের স্বনামধন্য কবি সাহিত্যিক ও সম্পাদকদের নিয়ে জুলাই এক বিদ্রোহ ছড়া-কবিতা সংকলনটি দীপ্তি ছড়াবে এই আশা করছি।
সম্পাদক তালিকায় ছিলেন- বিশিষ্ট কবি সাহিত্যিক আক্তার বিন আমির আহমদ, সাদ্দাম হোসেন, এম মহি উদ্দিন, আরজাত হোসেন, ইদ্রিস মাহমুদ, মোসাদ্দেক আল কাউসার, ওসমান গণি।
জুলাই এক বিদ্রোহ সংকলনে প্রবীণদের পাশাপাশি রয়েছে নবীনদের সৃষ্টি ছড়া-কবিতা। আমরা খুব সতর্কতার সাথে নবীনদের লেখাগুলো সম্পাদনা করার চেষ্টা করেছি। তবু যদি আমাদের অগোচরে কোনো ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পালংকি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই এক বিদ্রোহ সংকলনটি পাঠকের হাতে হাতে পৌঁছে যাবে এই প্রত্যাশায়।