Category:ফ্যামিলি /পার্সোনাল ল’স
মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন ও বিধিমালা এবং হিন্দু বিবাহ নিবন্ধন আইন ও বিধিমালা বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ করা হয়েছি ২০১৯ সালে। ইতোমধ্যে বাস্তবতার নিরিখে জনস্বার্থে সরকার কর্তৃক বেশ কিছু নতুন আইন প্রণয়ন ও কার্যকর করেছেন। তাই বইটি হালনাগাদকরণ অপরিহার্য হয়ে পড়েছে। মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর সংশোধনী ২০২৫, ঋধসরষু ঈড়ঁৎঃং ঙৎফরহধহপব, ১৯৮৫ রহিতপূর্বক সময়োপযোগী করে পারিবারিক আদালত আইন, ২০২৩ প্রণয়ন করা হয়েছে। বইটিতে এগুলো সন্নিবেশিত করা হয়েছে। এছাড়া পাঠকের সুবিধার্থে বিশেষ বিবাহ আইন, ১৮৭২; গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) আইন, ২০১৫ সন্নিবেশিত হয়েছে। আইনের হালনাগাদ উচ্চ আদালতের নজীরসহ গুরুত্বপূর্ণ ধারার আলোচানা দেওয়া হয়েছে। আশা করি আইনজীবী, আইনের ছাত্রসহ পাঠক সমাজে বইটি উপকারে আসবে।
উল্লেখ্য, মুদ্রণজণিত ভুল পরিলক্ষিত হতে পারে। যা অবগত করলে অথবা মূল্যবান পরামর্শ প্রদান করা হলে অবশ্যই পরবর্তী সংস্করণে সংশোধনের চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
Report incorrect information