প্রশ্ন: বহুকাল ধরে আমাদের মধ্যে চলমান বিতর্ক আমরা যদি বাংলাদেশিরা ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদের আগে গ্রামার শিখার দরকার না আগে স্পোকেন শিখার দরকার?
উত্তর: ইংরেজিতে কথা বলতে গেলে আগে গ্রামার শিখার দরকার না আগে স্পোকেন শিখার দরকার। এ নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে বিশাল তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলে আগে গ্রামার আবার কেউ বলে আগে স্পোকেন। আসলে ইংরেজিতে প্রকৃতপক্ষে কথা বলতে গেলে আগে স্পোকেন শিখার দরকার। কোনো গ্রামার শিখার দরকার নেই। কারণ যাদের জন্ম ইংরেজি ভাষার দেশে তারা ইংরেজিতে কথা শিখতে গিয়ে কোনো গ্রামার শিখে না। ঐ সব দেশে একজন শিশু জন্মগতভাবে বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে স্পোকেন নিয়মে শুনে শুনে ইংরেজি ভাষা শিখে ফেলে।
কিন্তু আমাদের দেশে সেই অপশন বা সেই সুযোগ নেই। কারণ আমাদের আশে পাশে কেউ ইংরেজিতে কথা বলে না যে তাদের কাছ থেকে আমরা শুনে শুনে ইংরেজি শিখে ফেলব। তাই তাদের দেশের মত শুধু শুনে শুনে ইংরেজি শিখা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়।
প্রশ্ন: তাহলে আমাদের দেশে ইংরেজিতে কথা বলা বা লিখা শিখার অপশন কী?
প্রশ্ন: আমি কিভাবে বাক্য মুখস্ত না করেও লাখ লাখ বাক্য বানাতে পারি?
উত্তর: যে সব দেশের মানুষ ইংরেজিতে কথা বলে তাদের দেশের মানুষ শুধু শুনে শুনে ইংরেজি ভাষা শিখে ফেলে। কারণ তাদের চারদিকে শুধু ইংরেজি ভাষা শিখার পরিবেশ থাকে।
আর আমরা যারা বাংলাদেশি তারা শুধু স্পোকেন নিয়মে ইংরেজিতে কথা বলা শিখা কষ্টদায়ক। কারণ হলো এই, যদি আপনি স্পোকেন নিয়মে ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে ইংরেজিতে কথা বলার জন্য আপনার আশে পাশে এমন লোক লাগবে যারাও ইংরেজিতে কথা বলে এবং তাদের সাথে আপনার নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ খুবই কম।
আবার আমাদের দেশের অনেকে মনে করে একটা স্পোকেন বই কিনলাম আর তার থেকে বাক্য মুখস্ত করে ইংরেজিতে কথা বলা ও লিখা শুরু করলাম। আচ্ছা আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকেত হাজার হাজার বাক্য মুখস্ত করা লাগবে। আচ্ছা আপনি স্পোকেন বই থেকে কত হাজার বাক্য মুখস্ত করতে পারবেন? বা ইংরেজিতে কি লাখ লাখ বাক্য মুখস্ত করা সম্ভব?
তাই যে সব দেশে ইংরেজি ভাষা চলে না সে সব দেশের মানুষের ইংরেজি ভাষা শিখতে হবে গ্রামার এবং স্পোকেন এই দু’য়ের সমন্বয়ে। মনে রাখবেন এমন কিছু গ্রামার আছে যেগুলো সরাসরি ইংরেজি ভাষা শিখার জন্যই তৈরি করা হয়েছে। যদি সেই গ্রামারগুলো শিখে ফেলেন তাহলে সহজেই আপনি নিজে নিজে শুধু লাখ লাখ নয় বরং ইনশাআল্লাহ কোটি কোটি বাক্য বানাতে পারবেন।
তাহলে আপনার জন্য ইংরেজিতে কথা বলা ও লেখা একেবারে সহজ হয়ে যাবে। মনে রাখবেন ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে গেলে সকল গ্রামার শিখার দরকার নেই। নির্দিষ্ট কিছু গ্রামার শিখলে ইনশাআল্লাহ নিজ থেকেই লাখ লাখ বাক্য বানানো যায়। আমি যদি নির্দিষ্ট কিছু গ্রামার শিখার মাধ্যমে নিজে থেকেই লাখ লাখ বাক্য বানাতে পারি তাহলে শুধু শুধু স্পোকেন বই থেকে শত শত বাক্য মুখস্ত করার দরকার নেই। আর আলহামদুলিল্লাহ আমাদের বইটিতে শুধু ইংরেজি ভাষা শিখার জন্য সেই নির্দিষ্ট গ্রামারগুলোকেই সংযোজন করা হয়েছে। যেগুলো শিখার মাধ্যমে আপনি নিজেই লাখ লাখ নয় বরং ইনশাল্লাহ কোটি কোটি বাক্য বানাতে পারবেন।
Title
টেন্স,স্পোকেন,ফ্রি হ্যান্ড রাইটিং এবং গ্রামার (ইংলিশ ট্রিটমেন্ট)