Category:চিরায়ত উপন্যাস
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আরণ্যক- গহন অরণ্যের এক স্বাপ্নিক দিনলিপি। সত্যচরণের বয়ানে রচিত এই উপন্যাসে উঠে এসেছে বিষাদের কাব্য, ঝর্ণার রাগ, কুহুর কলতান আর বিটপীর প্রাণ। যান্ত্রিক সভ্যতার গতিময় জীবনযাত্রায় বেড়ে ওঠা সত্যচরণ একদিন হার মানে অরণ্যের ডাকে। নিবিড় বনানীর রক্ষক হয়ে তার নিশিদিন গুজরান হয় ধাওতাল সাহু, ধাতুরিয়া, রাজু পাঁড়ে, যুগল প্রসাদের সাহচর্যে। আর আছে কাদামাটিতে গড়া এক রাজকন্যা, ভানুমতি! ক্রমেই সত্যচরণের নিকট গভীর অরণ্য হয়ে ওঠে এক অপঠিত প্রতিচ্য পুরাণ; মৃত্তিকাবক্ষে নিঃশব্দে জুড়ে আছে অথচ তার পত্রের মর্মরধ্বনি বেজে ওঠে অন্তরের অলক্ষ্য বীণায়। প্রহরশেষে জ্যোৎস্ন্যাকিরণ যখন ঝরে পড়ে বনানীর বুকে তখন ধরণী হয়ে ওঠে যেন রূপ-পরীদের জলধি। প্রতিটি পুষ্প, প্রতিটি প্রাণ, পবন, স্পন্দন মন্ত্রপূত হয়ে জেগে রয় নিশিভোর। প্রিয় পাঠক, স্বাগত সেই অরণ্যপুরাণে!
Report incorrect information