Category:চিরায়ত উপন্যাস
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কেদার রাজা—গড়শিবপুর রাজবংশের এক প্রান্তিক উত্তরসূরী, রাজা হয়েও যিনি রাজসিক অহংবোধের আবরণ থেকে মুক্ত। জীবন যেন তার কাছে নদীর মতো আপন গতিতে বয়ে চলা নির্লিপ্ত, নিরুপদ্রব। তাঁর একমাত্র কন্যা শরৎসুন্দরী। রূপে গুণে লক্ষ্মী, যার সৌন্দর্যের বাইরেও রয়েছে অপার মমত্ব এবং আত্মমর্যাদাবোধ। কিন্তু বহতা জীবন নদীর বাঁকে শহুরে চতুরতা ও দুর্বৃত্ততার বিষ তাদের জীবনে ডেকে আনে ঘোর অমানিশা। শহুরে কূটকৌশল ধ্বংস করে দেয় শরৎ ও কেদার রাজার শান্ত জীবন। রচিত হয় বাবা ও কন্যার অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ। তবুও যে অলীক সুখের স্বপ্ন সায়রে ভেসে ফেরারি হলেন কেদার রাজা, সেই কেদার রাজাকেই ভ্যাগ্যদেবী কৃপাদৃষ্টিতে বেঁধে নিলেন বাহুডোরে। হতে পারে তা অলীক কোনো গল্প কিংবা রূপকথার কোনো জাদুময়তা; কিন্তু অদৃষ্টের লেখন ফেরাতে পারেই বা ক'জন!
Report incorrect information