কানামাছি : ২০ বছরে এক মুগ্ধকর যাত্রা
"কানামাছি" আজ ১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল। তোমাদের ভালোবাসা, উৎসাহের সঙ্গেই এই যাত্রা এত দূর আসা। কেবল একটা ছোটদের পত্রিকা নয়, কানামাছি হয়ে উঠেছে কল্পনার এক ডানা, জানালার বাইরের রঙিন আকাশ। ছড়া-কিশোর কবিতা, ছোটদের গল্প, প্রকৃতি-পরিবেশ, স্মৃতিচারণ,
ধারাবাহিক উপন্যাস, ঐতিহাসিক গল্প, গণিত ও বিজ্ঞান, আত্মউন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা, চলো বড় হই, ঘুরে আসি সারাদেশ, রঙতুলিতে আর শেখার আনন্দে আমরা গড়ে তুলেছি বন্ধুত্ব, তৈরি করেছি স্বপ্নের ঘর।
এই শুভ মুহূর্তে আমরা কৃতজ্ঞ সবার প্রতি - লেখক, গ্রাহক, শিল্পী, শিক্ষক, অভিভাবক এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় ছোট্ট পাঠকবন্ধুরা, যারা প্রতিটি সংখ্যার পাতায় ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।
এবার বর্ষার কথা বলি। বাংলার বর্ষা যেন প্রকৃতির সবচেয়ে মোহনীয় মায়াবী রূপ! মাঠে ঘাটে নেচে বেড়ায় জলরঙের ধারা, কাঁদে মেঘ, হাসে বৃষ্টিধারা, আর প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের চারপাশ। কিন্তু বন্ধু, বর্ষা যেমন রূপবতী, তেমনি রহস্যময়ও। জলাবদ্ধতা, ভাইরাস, সাপের উপদ্রব ইত্যাদি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আর বৃষ্টির পানিতে না খেলা- এই কয়েকটা সহজ নিয়ম মনে রাখলেই বর্ষা হয়ে উঠবে বন্ধু।
এবং এই জুলাই মাস আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় মনে করিয়ে দেয়, ২০২৪ জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এই আন্দোলন আমাদের প্রেরণা দেয় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার, সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার। এই উপলক্ষ্যে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সাহসী ছাত্র-জনতার, যারা এক নতুন দিনের স্বপ্নে রাজপথে নেমেছিল।
বন্ধুরা, আগামী দিনেও "কানামাছি" থাকবে তোমাদের পাশে- হাসির, গল্পের, সাহসের আর শেখার সাথি হয়ে। ২০ বছরে পা রাখার এই আনন্দঘন মুহূর্তে তোমাদের জন্য রইল অশেষ ভালোবাসা, বর্ষার রঙে ভরা শুভেচ্ছা এবং সাহসী ইতিহাস থেকে অনুপ্রেরণা নেবার আহ্বান।
ভালো থেকো, হাসিখুশি থেকো, আর কানামাছির সঙ্গে থেকে আরও অনেক রঙিন