বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা মহামহীয়ান গরীয়ান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃজন করে কৃতজ্ঞ করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলে আরবী মুহাম্মদ (স)-এর প্রতি যার আনিত জীবনব্যবস্থা আমাদের চলার একমাত্র সম্বল। তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম ও সকল মুমিনদের উপর রহমত বর্ষিত হোক।
একজন মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার মধ্যে ঈমান থাকে।
ঈমানহীন জীবনের আল্লাহর নিকট কোনো দাম নেই। একজন মানুষ যত বড় গুনাহগারই হোক না কেনো একদিন না একদিন সে জান্নাতে যাবে।
আর যার ঈমান নেই, যেমন-হিন্দু, খ্রিষ্টান, ইহুদী, বৌদ্য, তাদের ঈমান না থাকায় তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ঈমান হলো আল্লাহ তায়ালা তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, আখেরাত দিনের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। একটি আয়াত আছে,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ.
অর্থ: যারা ঈমান আনয়ন করল ও নেক কাজ করল তারা উত্তম মানুষ। এ আয়াতে উত্তম মানুষের কথা বলা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَاهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ في سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ
وَالْقُرْآنِ. التوبة: ۱۱۱
অর্থ: আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে, তারা যুদ্ধ করে আল্লাহর পথে। তাই তারা মারে ও মরে। এ ব্যাপারে তার পক্ষ থেকে রয়েছে সুস্পষ্ট সত্য প্রতিশ্রুতি, যা তাওরাত ইঞ্জিল ও কুরআনে আছে। -তাওবা: ১১১
সুতরাং মুমিনের জান ও মাল তার নিজের নয়। বরং তা আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বিনিময়ে রয়েছে জান্নাত। আমরা আমাদের এ বক্ষ্যমাণ পুস্তিকাতে ঈমান ও মুমিনের বিষয়ে অত্যন্ত গুরূত্বপূর্ণ আলোচনা করেছি। আল্লাহআমাদেও এই প্রচেষ্টাকে কবুল করেন।
পাঠকদের ঈমানের খোরাক যোগাতে বইটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আল্লাহ তায়ালা এ খিদমতটুকু কবুল করুন।
উক্ত গ্রন্থ প্রকাশ সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও অখেরাতে উত্তম বিনিময় দান করুন। আমীন।