হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী সাহেব দামাত বারাকাতুহুম
মুহতামিম ও শাইখুল হাদিস: দারুল উলূম দেওবন্দ, ভারত
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
হজরত মাওলানা সমীরুদ্দীন কাসেমী (ম্যানচেষ্টার, ইংল্যান্ড)- এর রচিত “হানাফিয়া কা মাসলাক ইহতিয়াত পর হ্যায় বাংলা ভাষায় "হানাফি মাজহাবের শ্রেষ্ঠত্ব” গ্রন্থটি এই মুহূর্তে আমার সামনে রয়েছে। গ্রন্থটিতে এটি প্রমাণ করা হয়েছে, হানাফিদের আহলে হাদিস দলের সাথে নামাজ ইত্যাদি যে সকল মাসআলাসমূহে ইলমি মতবিরোধ রয়েছে, ঐ সকল মাসআলাগুলো কুরআনের আয়াত এবং নবিজি ﷺ এর হাদিস, উপরোন্ত সাহাবিদের বাণীসমূহে স্পষ্ট বিদ্যমান অথবা সেগুলো থেকেই উৎসরিত।
অন্যদের কাছে যদি কোন মাসআলার ক্ষেত্রে পাঁচটি বর্ণনা থাকে, তাহলে আহনাফের কাছে নিজ মাজহাবের প্রামাণ্য সাতটি বর্ণনা বিদ্যমান রয়েছে। এটিও প্রমাণ করা হয়েছে, হাদিসের উপর আমলের ক্ষেত্রে আহনাফের অবস্থান শ্রেষ্ঠত্বের উপর নির্ভর হয়ে থাকে। চেষ্টা করা হয়, যেন সকল বর্ণনার উপর আমল হয়ে যায়। কোন হাদিসকেই যেন ছেড়ে দিতে না হয়।
এমনিভাবে এই মিথ্যা অপবাদেরও জবাব সামনে এসে যায়। হানাফি মাজহাব অনুসারীগণ হাদিস পরিত্যাগকারী, অথবা শুধু কিয়াস-নির্ভর আমল করে থাকে। সামগ্রিকভাবে এই গ্রন্থটি ভারসাম্যপূর্ণ মানসিকতার লোকদের জন্য হানাফি মাজহাব সম্পর্কে সঠিক পথ পেতে সহায়ক প্রমাণিত হবে।
আল্লাহ তাআলা হজরত মাওলানার অন্যান্য রচনাসমূহের মতো এই গ্রন্থটিকেও ব্যাপকভাবে কবুল করুন। উম্মাহকে এর থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন।
------------------------------
"দরুদ ও সালামের পর" এগুলো এমন হাদিস যেগুলোকে আমি (শক্তিশালী) নির্ভরযোগ্য সূত্র থেকে একত্রিত করেছি এবং পরিচ্ছেদসমূহের সাথে সম্পৃক্ত করে মওকুফ (হাদীস সমূহের সাথে) বিভিন্ন সনদ বিশিষ্ট কিতাবাদী থেকে কুড়িয়ে নিয়েছি।
ইমাম আবু হানিফা রহ. এর মাসায়িল, বিধিবিধান এর হাদিসসমূহের মধ্যে সংরক্ষিত করেছি।
যাতে করে হানাফি হাদিসের অন্বেষনকারীদের নিকট প্রমান বা দলীল হয়ে যায় ফকিহুল উম্মত-এর তথা ইমাম আবু হানিফা (রা.) এর মাযহাব সঠিক হওয়ার বিষয়ে এবং তাদের অন্তরের জন্য প্রশান্তি লাভ হয়ে যায় উলামায়ে কেরামের মধ্যবর্তী ইখতেলাফের জায়গায়। আলোচ্য বিষয় বা সংকলিত বই প্রশস্ত অনুকুলের, উর্ধ্বতম দক্ষতার এবং ভাল কাজের দিকে।
সুতরাং আমি আল্লাহ তা'য়ালার অনুগ্রহ এবং তাঁর সাহায্য ও শক্তির দ্বারা বরকত অর্জনের উদ্দেশ্যে এবং তালিবুল ইলমদের খেদমতের জন্য সামনে অগ্রসর হয়েছি। আল্লাহ পাকের কাছে আবেদন করছি, তিনি যেন এই কিতাব দ্বারা লেখক এবং তালিবুল ইলমদের উপকার পৌঁছান।
আমি তার নাম রেখেছি-
الْمَجْمُوعَةُ النَّافِعَةُ مِنْ مُسْتَلَاتِ الْفِقْهِ مِنَ الْأَحَادِيثِ النَّبَوِيَّةِ তাঁর সাথির উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমীন।
বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে আল ইখলাছ পাবলিকেশন থেকে, হানাফি মাজহাব এর হাদিস ভিত্তিক দলিল "আদিল্লাতুল হানাফি"
আশা করি ইলম অন্বেষণ কারিদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ইনশাআল্লাহ