প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক অধ্যাপক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান অনূদিত বঙ্গানুবাদ কোরআন শরীফ একটি অনন্য প্রকাশনা। আরবী-বাংলায় সুন্দর মেলবন্ধন রচনা করে আল-কোরআনের অত্যন্ত প্রাঞ্জল অনুবা উপহার দিয়েছেন তিনি। খোশরোজ কিতাব মহল লিমিটেড ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে গত সাতাশ বছর ধরে এই গ্রন্থখানি প্রকাশ করে আসছে। আল্লাহর বাণী আল-কোরআনের মর্ম অনুধাবনে অত্যন্ত সহায়ক এই বঙ্গানুবাদ কোরআন শরীফ সাধারণ পাঠক থেকে শুরু করে জ্ঞানী-গুণী তথা সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত।
বাজারে এর প্রচুর চাহিদার কারণে কিছু অসাধু ব্যবসায়ী বইখানি নিম্নমানের মুদ্রণের মাধ্যমে নকল করে বাজারজাত করছে । এর ফলে পাঠক-গ্রাহকগণ প্রতারিত হচ্ছেন এবং খোশরোজের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এমতাবস্থায় বইখানি আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করার লক্ষ্যে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে। আগের তুলনায় অপেক্ষাকৃত বড় হরফে এবং সুদৃশ্য নতুন কভারে বারকোড ও কিউআর কোড সংযোজিত করে উন্নতমানের কাগজে মুদ্রিত হচ্ছে । আশা করা যায়, পাঠকগণ নতুন আঙ্গিকে প্রকাশিত এই সুন্দর বঙ্গানুবা কোরআন শরীফ পাঠে আরো স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এবং সকলেই এর কপি সংগ্রহ করতে আগ্রহী হবেন। গ্রাহকরে সুবিধার্থে ১৫ বাংলাবাজারস্থ নিজস্ব শো-রুম, আমাদের ফেসবুক পেইজ, ওয়েবসাইট, ইউটিউব, রকমারি, ওয়াফিলাইফ, দারাজসহ সবধরনের অনলাইন মাধ্যম এবং দেশের অভিজাত লাইব্রেরিসমূহে বইটি অচিরেই পাওয়া যাবে। অনলাইন বিপণনের মাধ্যমে গ্রাহকরে হাতে হাতে এই বঙ্গানুবাদ কোরআন শরীফ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
Report incorrect information