"স্ক্রিপ্ট" গল্পগ্রন্থের প্রতিটি গল্প মেয়েদের জীবন ভিত্তিক।লেখকের কাছে প্রত্যেক মানুষই সিনেমাটিক গল্প এবং ক্যারেক্টর। একজন চলচ্চিত্রকারের চোখ জীবনকে যেভাবে দেখেন।নারী শক্তি, সৌন্দর্য, মমতার প্রতীক।তাদের জটিল মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো প্রকৃতির অংশ।স্ক্রিপ্টের গল্পগুলোতে আমাদের চারপাশের নারীদের মনোজগত,সুখ,দুঃখ,বাস্তব অনুভূতি প্রবণ জীবনযাপনের খন্ডিত কিছু রূপ চিত্রায়িত করা হয়েছে কলমে। তমালিকা,টুসু,কথা,অদিতি,উর্বশী,ইরিনা,সৃজা,তন্বী সুমি,জয়া,সুতপা,সামিরা,রুনু,রাহিমা,চৈতিদের মাঝে খুঁজে পাবেন আমাদের চিরচেনা মুখেদের।জীবন একখানা স্ক্রিপ্ট নয় কী?
Report incorrect information