Category:অনুবাদ উপন্যাস
গুগি ওয়া থিয়ঙ্গ একজন কেনিয়ান লেখক এবং শিক্ষাবিদ। জন্ম ১৯৩৮ সালে, কেনিয়াতে ৷ পূর্ব আফ্রিকার প্রথম সারির লেখকদের একজন গুগি প্রথম জীবনে ইংরেজিতে লিখেছেন। সম্প্রতি তিনি মাতৃভাষা গিকুউতে লিখছেন। সাহিত্যচর্চায় বৈশ্বিক অবদানের জন্য “পেন” এবং 'নভকভ' পুরস্কার পেয়েছেন।
তিনি গিকুউ ভাষায় প্রথম পত্রিকা 'মুতিরি'র সম্পাদক। তার লেখা গল্প “দ্য আপরাইট রেভোলুশন' বা 'হোয়াই হিউম্যানস ওয়াক আপরাইট' একশটি ভাষায় অনুদিত হয়েছে। তাঁর প্রথম উপন্যাস “উইপ নট চাইল্ড' পূর্ব আফ্রিকা থেকে প্রকাশিত প্রথম বই ।
গুগি ওয়া থিয়ঙ্গ ১৯৬৫ সালে 'বিটুইন দ্য রিভার' প্রকাশ করেন৷ বইটি আফ্রিকান লেখক সিরিজের অংশ হিসেবে প্রকাশিত হয়। পাশাপাশি দুই গ্রামের আনন্দ-দুঃখ-সংঘাতের পরিক্রমা, ঔপনিবেশিকতাকে ঘিরে সেখানকার শিশুদের বেড়ে ওঠার অভিজ্ঞতা, প্রেম-জীবন-সংঘাত-আকাঙ্ক্ষা এসবকে কেন্দ্র করেই এই উপন্যাসিকাটি আবর্তিত হয়েছে। ঔপনিবেশিকতার কালো থাবা কেমন করে জনগোষ্ঠীর স্বকীয়তা সংহার করে একটি দেশ ও সমাজকে ধ্বংসের প্রান্তে নিয়ে যায় তারই চিত্রায়নে গুগি এই লেখায় বুঝিয়েছেন বিশ শতকের কেনিয়া কেমন ছিল।
Report incorrect information